স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : শুক্রবার আগরতলা কংগ্রেস ভবনে কংগ্রেস নেতৃত্বের হাত ধরে ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেছিলিন । বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস বিজেপি কে মাস্টার স্ট্রোক দিয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবী।
যেহেতু রুবি ঘোষ বিজেপি দলের প্রতিনিধি হিসেবে জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হয়ে ছিলেন তাই অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়ার পর দলীয় সিদ্ধান্ত মেনে রুবি ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন জেলা পরিষদের সাতজন সদস্য সদস্যা। শনিবার জেলা পঞ্চায়েত আধিকারিক বাবুল চন্দ্র দাসের কাছে অনাস্থা পত্র জমা দেন সাতজন সদস্য সদস্যা। তারা হলেন সহ সভাধিপতি অনাদী সরকার, মৃদুল দত্ত, সুস্মিতা দাস, মমতা দাস, অনিতা সিনহা, নিখিল দেব্বর্মা, সজল বালা দাস । যদিও সজল বালা দাস এদিন উপস্থিত ছিলেন না। এক সাক্ষাৎকারে জেলা পরিষদের সদস্য মৃদুল দত্ত জানান রুবি ঘোষ সভাধিপতি নির্বাচিত হওয়ার পর নিজের আত্মীয়ের নামে সরকারি প্রকল্প হাতিয়ে নিয়েছেন এই বিষয়ে জেলার মন্ত্রী বিধায়ক একাধিক বার বুঝিয়েছেন। কিন্তু তিনি একের পর এক দূর্নিতির সাথে জড়িয়ে ছিলেন, শেষ পর্যন্ত তিনি দল ছাড়লেন।
এদিকে দলীয় নির্দেশ মেনে আজ রুবি ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। জেলার পঞ্চায়েত আধিকারিক জানান অনাস্থা প্রস্তাবের পত্র তিনি জমা রেখেছেন আগামী দিন আইন মেনে যা যা করণীয় তা তিনি করবেন। তবে নতুন সভাধিপতির দৌড়ে কে এগিয়ে রয়েছেন তা নিয়ে দলের অভ্যন্তরে ব্যপক আলোচনা চলছে বলে দলীয় সূত্রের খবর।