স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : নতুন প্রজন্মকে প্রকৃতির সাথে যুক্ত করতে হবে। এইটা অত্যন্ত জরুরি। বর্তমানে নতুন প্রজন্ম প্রকৃতির সাথে যুক্ত হয় না। নতুন প্রজন্ম মোবাইল ফোনের সাথে যুক্ত থাকে বেশিরভাগ সময়। মানুষ যেমন ঈশ্বরের সৃষ্টি, তেমনি পশু পাখিও ঈশ্বরের সৃষ্টি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় মানুষের যেমন প্রয়োজন রয়েছে তেমনি পশু পাখিরও প্রয়োজন রয়েছে।
শনিবার দুপুরে রাজ্য ভিত্তিক বন্য প্রাণী সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এমনটা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। সিপাহীজলা অভয়ারণ্যের পিকনিক স্পটে আয়োজিত এইদিনের অনুষ্ঠানের সুচনা করে উপমুখ্যমন্ত্রী আরও বলেন পর্যটনকে ত্রিপুরা রাজ্যের মূল শিল্প হিসাবে স্বীকার করলে বন্য প্রানিকে রক্ষা করতে হবে। বন্য প্রানি শুধু ব্যবসার জন্য নয়, এইটা মানুষের জিবনের একটা অংশ। এই পৃথিবীতে মানুষের যতটা অধিকার রয়েছে, ততটা বন্য প্রাণীদেরও রয়েছে। ভারতের সংস্কৃতিতে দেখা যায় দেব দেবির বাহক হিসাবে কোন না কোন পশু পাখি রয়েছে। আবার পূজা করার ক্ষেত্রে দেখা যায় কোন না কোন গাছ কিংবা পাতা লতা আবশ্যক।
সবকিছুকে সম্মান দিতে হবে। তার মাধ্যমে জীবন উন্নত হয়। ছাত্র-ছাত্রীদের বিষয় গুলি বুঝতে হবে, অনুভব করতে হবে। জঙ্গলকে অনুভব করতে হবে, বন্য প্রানিকে বুঝতে হবে তারাও মানুষের সমান। তারা ঈশ্বরের দান বলেও অভিমত ব্যক্ত করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ। এইদিনের অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন পি.সি.সি.এফ অভিনাশ কানফাদে, সিপাহীজলা জেলার জেলা শাসক বিশ্বেশ্বর বি, জেলা পুলিশ সুপার বি.জে রেড্ডি, জেলা বন আধিকারিক প্রীতম ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিশালগড় মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপস্থিত ছিল লক্ষ্যনীয়।