Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যদপ্তরের সাফল্য তুলে ধরলেন রাজস্ব দপ্তরের প্রধান সচিব

দপ্তরের সাফল্য তুলে ধরলেন রাজস্ব দপ্তরের প্রধান সচিব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর :  রাজ্যে এখনো পর্যন্ত ৪১০২ টি রিয়াং শরণার্থী পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে বাকি রিয়াং শরণার্থী পরিবারকে রাজ্যের চিহ্নিত বারোটি স্থানে স্থায়ী পুনর্বাসন দেওয়ার কাজ চলছে। শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগারওয়াল।

 তিনি আরো জানান ত্রিপুরায় আশ্রিত মোট ৬৯৫৯ টি রিয়াং শরণার্থী পরিবারের মোট ৩৭ হাজার ১৩৬ জন সদস্য সদস্যা রয়েছে। তাদের সবাইকে চিহ্নিত রাজ্যের বারটি স্থানে পুনর্বাসন দেওয়া হবে। ভারত সরকার, ত্রিপুরা ও মিজোরাম সরকার এবং ব্রু শরণার্থীদের সংগঠন অর্গানাইজেশনের মধ্যে চুক্তি অনুসারে ভোটাধিকার, বিনামূল্যে রেশন কার্ড দেওয়া থেকে শুরু করে রিয়াং শরণার্থীরা যে সব সুবিধা পাচ্ছেন এবং তাদেরকে যেসব সুবিধা প্রদান করা হবে । সেই বিষয়েও প্রধান সচিব আলোকপাত করেন। তিনি জানান এই পুনর্বাসন কেন্দ্রগুলিতে রাস্তা, বিদ্যুৎ, পরিশ্রুত পানীয় জল, স্বাস্থ্যপরিসেবা ইত্যাদি সুবিধা থাকবে। ব্রু শরণার্থীদের আর্থিক সহায়তাও ডিভিডির মাধ্যমে প্রদান করা হচ্ছে। রাজস্ব দপ্তরের প্রধান সচিব জানান এমএলসিপিআর প্রকল্পে খোয়াই এবং সিপাহীজলা জেলা প্রশাসনের অফিসের পরিকাঠামো গত উন্নয়ন করা হয়েছে। মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে ১৪৯০ টি পরিবারকে জমি বরাদ্দ করা হয়েছে। বাকি পরিবারগুলোকে জমি বরাদ্দের কাজ চলছে। তিনি জানান ডি আই এল আর এমপি প্রকল্পে তহশীল অফিসগুলোতে কম্পিউটারাইজেসন ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের জমির ম্যাপ উন্নতি করনের ক্ষেত্রে বহু নকশা সফটওয়্যার চালু করা হয়েছে। রেজিস্ট্রি অফিসে জনগণের সুবিধার্থে এনজিডিআরএস সফটওয়্যার চালু করা হয়েছে। রাজ্যের রাজস্ব মৌজাগুলিতে রেভিসনাল সার্ভিসের কাজ  এবছরই শেষ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য