Saturday, February 8, 2025
বাড়িরাজ্যজাতীয় সড়ক অবরোধের হুমকি জয়েন্ট একশন কমিটির

জাতীয় সড়ক অবরোধের হুমকি জয়েন্ট একশন কমিটির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : জনজাতি কল্যাণ দপ্তরের আশ্বাস পূরণ না হওয়ায় আসাম – আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসতে চলেছে জয়েন্ট একশন কমিটি। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের নেতৃত্ব বিনোদ দেববর্মা জানান, গত ৭ জুলাই জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী কক্ষে বৈঠক হয়।

 বৈঠকে উল্লেখযোগ্য দাবি গুলি মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর প্রদান করা, মুখ্যমন্ত্রীর রাবার প্রকল্পের মাধ্যমে সুবিধা প্রদান করা এবং যাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেই তাদের মামলা গুলি তুলে নেওয়ার জন্য আলোচনা হয়েছিল। কিন্তু বৈঠকে তিন থেকে চার মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কোন দাবি পূরণ হয়নি। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সাথে দেখা করতে চাইলে দেখা করার সুযোগ মিলছে না। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সাত দিনের মধ্যে যদি কোন সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আগামী ৯ নভেম্বর থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য