Friday, February 14, 2025
বাড়িরাজ্যবিদ্যুৎ পরিষেবা না পেয়ে বিদ্যুৎ নিগম অফিসে ভাঙচুর, কর্মীকে মারধর

বিদ্যুৎ পরিষেবা না পেয়ে বিদ্যুৎ নিগম অফিসে ভাঙচুর, কর্মীকে মারধর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর :  বিদ্যুতের দাবিতে মেলাঘর বিদ্যুৎ নিগম অফিসে ভাঙচুর এবং কর্মীকে মারধর করল মদমত্ত যুবকরা। বৃহস্পতিবার রাতে স্থানীয় কিছু যুবক দশমীর পর মদমত্ত হয়ে এই কান্ড সংগঠিত করেছে। আক্রান্ত বিদ্যুৎ কর্মীর নাম তপন চৌধুরী। ভাঙচুর করা হয় বিদ্যুৎ নিগম অফিসের চেয়ার, টেবিল, টেলিফোন সহ অন্যান্য সামগ্রী। জানা যায়, মেলাঘরের বিস্তীর্ণ এলাকায় মাস্টার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা নেই। বহুবার বিদ্যুৎ নিগমের অভিযোগ জানানোর পরে মেরামত করার কোন উদ্যোগ নেই। কিন্তু বৃহস্পতিবারও বিদ্যুৎ মেরামত না হওয়া মাস্টারপাড়ায় কিছু যুবক মদমত্ত অবস্থায় বিদ্যুৎ নিগমের কর্মী তপন চৌধুরীকে জিজ্ঞাসা করেন কেন বিদ্যুৎ মেরামত করা হচ্ছে না।

তখন বিদ্যুৎ কর্মী তপন চৌধুরী তাদের জানান কিছুক্ষণ অপেক্ষা করার জন্য। লাইনম্যান আসার পর বিদ্যুৎ মেরামত করা হবে। এই কথা শুনতে পেয়ে উত্তেজিত যুবকরা মারধর শুরু করে বিদ্যুৎ কর্মী তপন চৌধুরীকে। সাথে অফিসের ভাঙচুর চালায়। শেষ পর্যন্ত অফিসের বাইরে গিয়ে প্রাণে বাচেন বিদ্যুৎ কর্মী। তিনি আরও জানান, এ বিষয়ে বিদ্যুৎ নিগমের তরফ থেকে মেলাঘর থানা একটি লিখিত মামলা হবে। কারণ বিধ্বংসী ঝড়ের পর বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবার মুখ থুবড়ে পড়েছে। কর্মীরা রাত দিন কাজ করে বিদ্যুৎ লাইন মেরামত করছে। উপরন্তু রয়েছে কর্মী স্বল্পতা। তার উপর দিয়ে এলাকার দুর্বৃত্তদের যন্ত্রণায় তারা অতিষ্ঠ হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেন এদিন। তবে এদিন আরো একবার স্পষ্ট করে দিয়েছে রাজ্যের বিদ্যুৎ নিগমের এমডি যে আশ্বাস দিয়েছিলেন তা এখনো পূরণ করতে পারিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছিলেন বিধংসী ঝড়ে যেসব এলাকায় বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছিল, সেসব এলাকার বিদ্যুৎ বুধবারের মধ্যে মেরামত করা সম্ভব হবে। কিন্তু দেখা যাচ্ছে চার থেকে পাঁচ দিন অতিক্রান্ত হয়ে গেল বিদ্যুৎ পরিষেবা সচল করতে পারছেনা সংশ্লিষ্ট নিগম কর্তৃপক্ষ। আর এখন যখন নিগমের কর্মীরা আক্রমণের শিকার হচ্ছে তখন দপ্তরের মন্ত্রী কোনরকম প্রতিক্রিয়া নেই বলা চলে

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য