Friday, February 14, 2025
বাড়িরাজ্যশহীদান দিবস করতে না দেওয়ায় বামেদের তীব্র নিন্দা

শহীদান দিবস করতে না দেওয়ায় বামেদের তীব্র নিন্দা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : ১৯৯৬ সালে এন এল এফ টি -র গুলিতে নিহত হয়েছিলেন চম্পকনগর অঞ্চল কমিটির প্রাক্তন নেতা হারাধন সাহা। তারপর থেকে চম্পক নগর বাজারে হারাধন সাহা শহীদান দিবস করে আসছিল সিপিআইএম। প্রত্যেক বছরের ন্যায় এ বছরো ১১ অক্টোবর চম্পকনগর অঞ্চল কমিটির প্রাক্তন নেতা হারাধন সাহার শহীদান দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর জন্য পুলিশের অনুমতি চাওয়া হয়। সেই মোতাবেক প্রস্তুতি নেওয়া হয়।

 কিন্তু তারপর থেকে বিজেপির দুবৃত্তরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বাঁধা হয়ে দাঁড়ায়। যাতে শহীদান দিবস পালন না করা যায়, তার জন্য বিভিন্নভাবে বাধা দিতে শুরু করে এলাকার সিপিআইএম কর্মী সমর্থকদের। আক্রান্ত হয় বহু কর্মী সমর্থক। মঙ্গলবার সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অফিসে সাংবাদিক সম্মেলন করে এর তীব্র নিন্দা জানান সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য রাধা চরণ দেববর্মা। তিনি আরো বলেন শহীদান দিবসের প্রস্তুতি নেওয়ায় সোমবার রাতে চম্পকনগর লোকাল কমিটির সম্পাদক কানুলাল দেব, সত্য দেবনাথ ও উৎপল চক্রবর্তীর বাড়িতে অতর্কিত হামলা চালায় বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা। বাড়িঘরের বিভিন্ন সামগ্রী এবং গাড়ি। তারপর পুলিশ শহীদান দিবসে অনুমতি দেয় নি। কিন্তু মঙ্গলবার সকালে বহু সিপিআইএম কর্মী সমর্থকরা না জেনে জম্পুইজলা, কলাবাগান, সাধুপাড়া, মান্দাই শহীদান দিবস উপলক্ষে চম্পকনগর আসছিলেন, তাদের বাধা দিয়ে বিভিন্নভাবে হুমকিতে বিজেপি দুর্বৃত্ত।

এমনকি বড়মুড়া থেকে আসা কর্মীদের চম্পকনগর বাজারে মারধর করে। পাঁচজন সিপিআইএম কর্মী আহত হয়। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলে জানান তিনি। তিনি আরো বলেন, এটা কখনো কাম্য ছিল না। কিন্তু শহীদান দিবসে বাধা দিলেও এলাকার জননেতা হারাধন দাসের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান মানুষ বাড়ি-ঘরে করেছে বলে জানান তিনি। এলাকায় মানুষের পাশে থেকে আজীবন কাজ করেছেন। এখন তাঁর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় বলে জানান তিনি। এভাবে মানুষকে আটকে রাখতে পারবে না। মানুষের মনে তার প্রতি শ্রদ্ধা বিস্তার করে আছে। এলাকায় বিশেষভাবে অনুষ্ঠান করতে না দেওয়া হলেও বাড়ি ঘরে মানুষ শ্রদ্ধা নিবেদন করেছে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন তপন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য