স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ডিসেম্বর : অমরপুর মহকুমা থালাছড়ায় খোদ মহকুমা শাসকের ঘরে লুটপাটের ঘটনা সংঘটিত হয় বুধবার। ২৪ ঘণ্টার আগেই পুলিশের সক্রিয়তার সাথে ১০০ শতাংশ সাফল্য উঠে আসতে দেখে সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনা অমরপুর বীরগঞ্জ থানার অন্তর্গত থালছড়া স্থিত করবুক মহকুমা শাসকের বাড়িতে।
অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করেছে লুটপাট হওয়া স্বর্ণালংকার। মহকুমা পুলিশ আধিকারিক জানান, এই ঘটনার পর অভিযোগ পেয়ে পুলিশ প্রহর জমাতিয়া নামে একজনকে প্রথম অবস্থায় গ্রেপ্তার করেছে। তারপর অভিযুক্ত যুবক পুলিশের কাছে স্বীকার করে সে লুটপাটের ঘটনা সংগঠিত করেছে। এবং লুটপাট করা চোরি, কানের দুল সহ অন্যান্য সরঞ্জাম গুলি বাজারের কৌশিক জুয়েলারিতে নিয়ে বিক্রি করেছে। তারপর পুলিশ কৌশিক জুয়েলারিতে গিয়ে লুটপাট করা সমস্ত সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি জুয়েলারি কর্ণধারকে আটক করেছে পুলিশ।

