Thursday, December 4, 2025
বাড়িরাজ্যমালিকদের সেবা দাস হিসেবে কাজ করছে সরকার : মানিক

মালিকদের সেবা দাস হিসেবে কাজ করছে সরকার : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ডিসেম্বর :  নয়া শ্রমকোডকে দানবীয় শ্রমকোড আখ্যা দিয়ে রাস্তায় নামল সি.আই.টি.ইউ। আগরতলা শহরে করে এই বিক্ষোভ মিছিল। অফিস লেন স্থিত সিআইটিইউ রাজ্য কার্যালয়ের সামনে থেকে এই দিনের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন সি.আই.টি.ইউ রাজ্য কমিটির সভাপতি মানিক দে।

 তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ২০১৯ সালে সংখ্যাগরিষ্ঠতার জোরে পার্লামেন্টে একটি কোডের আইন পাশ করে কেন্দ্রীয় সরকার। পরে ২০২০ সালে বাকি তিনটি কোড পাস করে নেয়। তারপর সারা দেশে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এরপর সরকার পিছপা হয়ে এই আইন কার্যকর করা থেকে বিরত থাকে। এখন লক্ষ্য করা গেছে গত ২১ নভেম্বর এই চারটি আইন কার্যক্রম করতে একটা বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু সরকারকে এই চারটি আইন রাজ্যের ভোট করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। আরো বলেন কেন্দ্রে এবং রাজ্যে মালিকদের সেবা দাস হিসেবে কাজ করছে সরকার। ব্রিটিশ শাসিত ভারত বর্ষে শ্রমিক স্বার্থে আইন কার্যকর হয়েছিল। বর্তমান সরকার চাইছে শ্রমিকদের সমস্ত অধিকার ধ্বংস করে দিতে। বেতন বঞ্চনা, মর্জি মাফিক ছাটাইয়ের অধিকার সহ শ্রমিক বিরোধী কার্যকলাপ রয়েছে চারটি শ্রমকোডে। নয়া শ্রমকোডে কর্মসংস্থানেরও সুযোগ থাকবে না বেকার যুবক যুবতীদের। তাই সরকারের নয়া শ্রমকোড জনগণ বিরোধী। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য