স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ নভেম্বর : মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ উদয়পুর বনদুয়ার বিদ্যুৎ নিগম অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে থাকায় মোট পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে বাধ্য হয়।
প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নি নির্বাপক দপ্তর। উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের ওসি জীবন সরকার জানান, কি ভাবে উদয়পুর বনদুয়ার বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে আগুন লেগেছে তা দেখা হচ্ছে। তবে এই আগুনের ফলে উদয়পুরে জনগণের মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য। আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে আশপাশের এলাকার লোকজন বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র নিরাপদে চলে যেতে দেখা গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

