স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ অক্টোবর :অবৈধ অনুপ্রবেশকারিদের চিহ্নিত করে নিজ দেশে ফিরিয়ে দেওয়া সহ তিপ্রা মথা, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে হওয়া ত্রি-পাক্ষিক চুক্তি সফল করার লক্ষ্যে রাজ্যজুড়ে সিভিল সোসাইটি অফ ত্রিপুরার ডাকে ১২ ঘণ্টার বনধ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এই বনধ। এই বনধের বিষয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণকে প্রশ্ন করা হলে তিনি জানান তিপ্রা মথার একাংশ নেতৃত্ব সিভিল সোসাইটি অফ ত্রিপুরার নামে বনধের ডাকে দিয়েছে।
ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে জনজাতিদের বোকা বানানোর নতুন একটা প্রয়াস এইটা। জনজাতিদের ধোঁকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও তিপ্রা মথার মধ্যে একটা ত্রি-পাক্ষিক চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী এখনো পর্যন্ত কোন কিছু বাস্তবায়িত হচ্ছে না। বনধের ডাক দিয়ে রাজ্যে যার নেতৃত্বে সরকার রয়েছে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এইটা অমিত শাহর মুখ বাঁচানোর একটা প্রয়াস। সরকারে থেকে সরকারের বিরুদ্ধে বনধ। এইটা একটা দ্বিচারিতা। বনধের ফলে ক্ষতিগ্রস্ত সাধারন গরিব অংশের মানুষ। এভাবেই ষড়যন্ত্র চলছে বলে ইঙ্গিত করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন।

