স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ অক্টোবর : মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা অযোধ্যায় ভগবান শ্রী রাম লাল্লার দর্শন লাভ করে নিজেকে অপরিসীমভাবে ধন্য বলে মনে করেছেন। বৃহস্পতিবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন— “অযোধ্যা, ধর্ম ও ভক্তির পবিত্র ভূমিতে ভগবান শ্রী রাম লল্লার ঐশ্বরিক দর্শন পেয়ে নিজেকে অত্যন্ত আশীর্বাদধন্য মনে করছেন।
ত্রিপুরার মানুষের কল্যাণ, সুখ ও সমৃদ্ধির জন্য ভগবান রামের আশীর্বাদ প্রার্থনা করেছেন। মুখ্যমন্ত্রীর এই আবেগপূর্ণ বার্তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ত্রিপুরা সহ সমগ্র দেশজুড়ে ভক্তদের মধ্যে গভীর শ্রদ্ধা ও ভক্তির সঞ্চার সৃষ্টি করে।

