Thursday, November 13, 2025
বাড়িরাজ্যকম্পিউটার শিক্ষকরা বঞ্চনার শিকার

কম্পিউটার শিক্ষকরা বঞ্চনার শিকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ অক্টোবর :রাজ্যে ১০৭৯ টি বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা প্রদান করা হয়। কিন্তু রাজ্যের কম্পিউটার শিক্ষা প্রদান করতে গিয়ে শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। শনিবার আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সংগঠনের সভাপতি প্রদেশ চক্রবর্তী এবং ভারতীয় মজদুর সঙ্গে অফিস সেক্রেটারি চন্দন সূত্রধর জানান,  ২০০৮ সাল থেকে রাজ্যে কম্পিউটার শিক্ষা চালু রয়েছে।

 কিন্তু ২০১৫ সালে সরকার কম্পিউটার শিক্ষা বন্ধ করে দেয়। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ২০২১ সালে পুনরায় কম্পিউটার শিক্ষা চালু করা হয়। এবং কম্পিউটার শিক্ষকদের বেতন নির্ধারিত করে দেওয়া হয় মাত্র আট হাজার টাকা। তারপর থেকে রাজ্যের কম্পিউটার শিক্ষা ব্যবস্থা নিয়ে বহুবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষা মন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও দেখা করার সুযোগ পাওয়া যায়নি।

 কিন্তু রাজ্যের বহু বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব নেই, ন্যূনতম মজুরি পর্যন্ত দেওয়া হচ্ছে না শিক্ষকদের এবং কম্পিউটার শিক্ষকদের স্থায়িত্বকরণের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। তারা আরো বলেন এভাবে কম্পিউটার শিক্ষা চলতে থাকলে রাজ্যের ছাত্রছাত্রীদের ব্যাপক ক্ষতি হবে। রাজ্য আমলা তান্ত্রিক হয়ে গেছে। সংশ্লিষ্ট দপ্তরের আমলারা ভুল বুঝিয়ে রাজ্যের কম্পিউটার শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে বঞ্চনা করে রেখেছে বলে দাবি করেন এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য