স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ সেপ্টেম্বর : আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ত্রিপুরা বিধানসভা অধিবেশন। এখনো শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠতে পারলেন না অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাই ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এমনটাই সূত্রে খবর।
উল্লেখ্য, গত ৯ আগস্ট আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠার পর ট্রেনের শৌচালয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাঁকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাপানিয়া হাসপাতালে। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় আইএলএস হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় বিশ্ববন্ধু সেন সেরিব্রাল ব্রেইন স্ট্রোক করেছেন। আই.এল.এস হাসপাতালে জরুরী ভিত্তিতে বিশ্ববন্ধু সেনের মস্তিস্কে অস্ত্রপচার করা হয়। কারন ওনার মস্তিস্কে রক্ত ক্ষরণ হয়। মস্তিস্কে অস্ত্র পচারের পর বিশ্ববন্ধু সেনকে আইসিইউ-তে ৭২ ঘটনা পর্যবেক্ষণে রাখা হয়। তারপর বিশ্ববন্ধু সেনের পরিবারের লোকজন ওনাকে উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরু নিয়ে যায়। বর্তমানে বিশ্ববন্ধু সেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তারপরও ঝুঁকিপূর্ণ ভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে দেওয়া হবে না বলে সূত্রে খবর। তাই ইনচার্জ হিসেবে উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

