Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যজুতা দিয়ে অফিস কর্মীকে পেটনোর অভিযোগ

জুতা দিয়ে অফিস কর্মীকে পেটনোর অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ সেপ্টেম্বর : জুতা দিয়ে অফিস কর্মীকে পেটনোর অভিযোগ উঠলো শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের এক মহিলা কর্মীর বিরুদ্ধে। ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে বিগত ৫ মাস পূর্বে পিয়ালী বিশ্বাস নামে এক মহিলা কর্মীকে নিয়োগ করা হয়েছে।

 এই মহিলাকর্মী প্রতিনিয়ত অফিস কর্মীদের নানান ভাবে হেনস্থা করার অভিযোগ উঠেআসছে। বুধবার এই মহিলা কর্মী অফিসের কয়েকজন কর্মীকে পায়ের জুতা খুলে নিক্ষেপ করার অভিযোগ উঠে আসলো। একটি ভিডিও এর মধ্যে মহিলা কর্মীর উচ্চস্বরে আওয়াও, অফিসের কর্মীদের গালিগালাজ করা ও পায়ের জুতা নিক্ষেপ করার চিত্র লক্ষ করা যায়।  এই বিষয়ে অফিসের কর্মীদের নিকট জানতে চাইলে উনারা জানান বিগত ২০২০ সালেও এই ধরনের কার্যকলাপের জন্য মহিলা কর্মীকে অনত্র বদলী করাহয়েছে।  এই মহিলা কর্মী সবসময় এইধরনের আচরন করেবলে অভিযোগ।

  সবকিছু জেনেও শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শক প্রনব সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করছে।  প্রনব সরকারের নিরবতার জন্য প্রতিনিয়ত অফিস কর্মীদের হেনস্থার শিকার হতেহচ্ছে বলে অভিযোগ। অফিস কর্মীরদের অভিযোগ মহিলা কর্মী প্রতিনিয়ত অফিসের একটি কম্পিউটার নিয়ে বসেথাকে। এই কম্পিউটারে অন্যাদের কাজ করতেদেয়না। কম্পিউটারে কাজ কারার বিষয়নিয়ে বুধবার এইধরেনর বিবাদের সৃষ্টিহয়। বৃহস্পতিবার এই বিষেয় অফিসে গিয়ে জানতে চাইলে সকলে ঘটনার বিবরন জানিয়ে মহিলাকর্মীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন।  সকলে চাইছে মহিলা কর্মীর বিরুদ্ধে দপ্তর যেন সঠিক পদক্ষেপ গ্রহন করেন। এখন দেখার বিষয় বিদ্যালয় পরিদর্শক প্রনব সরকার এইবিষয়ে কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য