স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৬ মার্চ : রোজা না রাখায় মহম্মদ শামিকে ‘ক্রিমিনাল’ বলে আক্রমণ করল অল ইন্ডিয়া মুসলিম জামাত। ইসলামি সংগঠনের প্রেসিডেন্টের দাবি, রোজা না রেখে ভয়ংকর অপরাধ করেছেন তারকা পেসার। শরিয়তের চোখে তিনি একজন ক্রিমিনাল। কেবল অপরাধ করা নয়, গোটা দুনিয়াকে শামি ভুল বার্তা দিয়েছেন বলেও মত ওই মৌলবির।
বিতর্কের সূত্রপাত মঙ্গলবার। ওইদিন দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন উইকেট নিয়েছেন শামি। ম্যাচ চলাকালীন দেখা যায়, বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে এনার্জি ড্রিঙ্ক পান করছেন শামি। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। সকলে বুঝতে পারেন, রমজান মাস শুরু হয়ে গেলেও সেমিফাইনালের দিন রোজা রাখেননি শামি। তারপর থেকেই তারকা পেসারের ধর্মীয় পরিচয় উল্লেখ করে শুরু হয় সমালোচনা।
কিন্তু এবার ভারতীয় পেসারকে সটান ‘ক্রিমিনাল’ বলে আক্রমণ করলেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট। তাঁর দাবি, “ইসলামের অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে অন্যতম হল রোজা। কোনও সুস্থ মানুষ যদি রোজা না করে তাহলে সে বিরাট পাপ করেছে। কয়েকদিন আগে মহম্মদ শামি ম্যাচ চলাকালীন কিছু একটা পান করছিল, সেটা সবাই দেখেছে। মাঠে নেমে খেলছে মানে সে সুস্থ। তা সত্ত্বেও রোজা রাখেনি, উলটে জলও পান করেছে।”
রাজভির কথায়, গোটা দুনিয়ার কাছে খুব খারাপ উদাহরণ পেশ করেছেন শামি। তাই শরিয়তের চোখে তিনি অপরাধী। ঈশ্বরের কাছে জবাবদিহি করতে হবে শামিকে, এমনটাই মত ওই মৌলবির।