স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৪ মার্চ : চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। একটি ম্যাচেও জিততে পারেনি তারা। সেই ধাক্কা এ বার পড়ল দল নির্বাচনে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা সীমিত ওভারের সিরিজ়ে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন বাবর আজম এবং মহম্মদ রিজ়ওয়ান। তবে এক দিনের দলে তাঁরা জায়গা ধরে রেখেছেন।
নিউ জ়িল্যান্ডে গিয়ে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজ় শুরু ১৬ মার্চ থেকে। তবে আইপিএলে খেলার কারণে অনেক প্রথম সারির ক্রিকেটারকেই পাবে না নিউ জ়িল্যান্ড।
রিজ়ওয়ানের বাদ পড়ায় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন সলমন আলি আঘা। সহ-অধিনায়ক নিয়োগ করা হয়েছে শাদাব খানকে। তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন করেই বড় দায়িত্ব পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ করলেও এক দিনের দলে অধিনায়ক হিসাবে জায়গা ধরে রেখেছেন রিজ়ওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা সত্ত্বেও বাদ পড়েছেন সাউদ শাকিল, কামরান গুলাম, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ। যদিও শেষের দু’জনকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে যুক্তি শোনা গিয়েছে।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও দলে ফেরা হল না সাইম আয়ুবের। এখনও গোড়ালির চোট সারেনি তাঁর। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে চোট পাওয়া ফখর জ়মানও ছিটকে গিয়েছেন।