স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৪ মার্চ : চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক দিনের ব্যবধানে খেলতে নামছে ভারত। মঙ্গলবার মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। সেই ম্যাচে টস জিতলে রোহিত শর্মাকে বল করার পরামর্শ দিলেন সুনীল গাওস্কর। কারণও বুঝিয়ে দিলেন তিনি।
দুবাইয়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আগে ব্যাট করে জিতেছিল ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটা করতে নিষেধ করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক গাওস্কর। তিনি বলেন, “দুবাইয়ের এই পিচে পরে ব্যাট করা উচিত। অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণ ভাল নয়। ওদের দলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হেজ়লউডও নেই। কিন্তু ওদের ব্যাটিং বিভাগ খুব ভাল। খুব আগ্রাসী ব্যাটিং করে ওরা। ভারতের তাই উচিত হবে রান তাড়া করা। অস্ট্রেলিয়াকে রান তাড়া করতে পাঠানো উচিত হবে না।”
২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। সেই ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে ভারতকে হারিয়ে দিয়েছিল তারা। এ বার দুবাইয়ে মুখোমুখি দুই দল। কিছু দিন আগে টেস্ট ক্রিকেটে নিজেদের মাঠে ভারতকে নাস্তানাবুদ করেছিল অস্ট্রেলিয়া। সেই সব হারের বদলা নিতে চাইবেন রোহিতেরা।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতকে জিতিয়েছিলেন বরুণ চক্রবর্তী। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৯ রান করেছিল ভারত। কিন্তু স্পিনারদের দাপটে ম্যাচ জিতে নেয় তারা। ভারতীয় স্পিনারেরা মিলে ন’টি উইকেট তুলে নেন। তবুও টস জিতলে প্রথমে বল করার সিদ্ধান্ত নেওয়া উচিত বলেই মত গাওস্করের।
ভারত টস জিততে পারবে কি না তা নিয়ে যদিও সন্দেহ রয়েছে। রোহিতের টস ভাগ্য খুবই খারাপ। টানা ১০টি এক দিনের ম্যাচে টস হেরেছেন তিনি। বুধবার টস জিততে পারেন কি না সেই দিকেও নজর থাকবে। তবে রোহিত টসের চেয়ে বেশি চাইবেন ম্যাচ জিততে।