Thursday, January 23, 2025
বাড়িখেলাঅ্যাডিলেডে ওপেন করবেন না রোহিত? 

অ্যাডিলেডে ওপেন করবেন না রোহিত? 

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০১ ডিসেম্বর : পারথ টেস্টে জিতে ভারতীয় শিবিরে খুশির মেজাজ। কিন্তু তার মধ্যেও অদ্ভুত সমস্যায় রয়েছে মেন ইন ব্লু ম্যানেজমেন্ট। অ্যাডিলেড টেস্টে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কে ওপেন করবেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে রীতিমতো চাপে পড়তে হচ্ছে ভারতকে। তবে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতের ব্যাটিং অর্ডার দেখে খানিকটা অনুমান করা যেতে পারে, অ্যাডিলেড টেস্টে রোহিত কত নম্বরে নামবেন।

প্রথম ম্যাচে রোহিত শর্মা, শুভমান গিলকে পায়নি টিম ইন্ডিয়া। তাঁদের পরিবর্তে যারা প্রথম একাদশে খেলেছিলেন সেই দেবদত্ত পাড়িক্কল এবং ধ্রুব জুড়েল ভালো পারফর্ম করতে না পারলেও বিশেষ সমস্যায় পড়েনি ভারতীয় শিবির। বরং দীর্ঘদিন বাদে রোহিতের অনুপস্থিতিতে ওপেন করার সুযোগ পেয়ে নজর কেড়েছেন কেএল রাহুল। তার পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি রাহুলকে ব্যাটিং অর্ডারে নামিয়ে রোহিতকে ওপেন করানো উচিত? নাকি রাহুলকেই ওপেনিংয়ে নামানো উচিত?

এহেন পরিস্থিতিতে চেতেশ্বর পূজারা বলে দেন, রাহুলকে অ্যাডিলেডের দিনরাতের টেস্টেও ওপেন করার সুযোগ দেওয়া উচিত। রোহিত বা গিল দলে ফিরলেও ওপেনিং জুটিতে বদল করা উচিত নয় টিম ইন্ডিয়ার। পারথে দুই ইনিংসেই বেশ সাবলীল দেখিয়েছে রাহুলকে। প্রথম ইনিংসে ২৬ রানে তিনি যেভাবে আউট হন, সেটা নিয়ে বিস্তর বিতর্ক। আর দ্বিতীয় ইনিংসে ৭৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। যশস্বী জয়সওয়ালের সঙ্গে প্রথম উইকেটের জুটিতেই ২০১ রান তুলে দেন তিনি। বস্তুত সেই জুটিই ভারতের জয়ের ভিত তৈরি করে দেয়।

পূজারার কথা মতোই প্রস্তুতি ম্যাচে নেমেছে ভারত। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ওপেন করতে নেমেছেন পারথের মাঠে ইতিহাস গড়া রাহুল-যশস্বী জুটি। নতুন বলে আক্রমণের সামনে বেশ সাবলীল দেখিয়েছে তাঁদের। তার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে, তাহলে কি অ্যাডিলেডে ওপেন করবেন রাহুলই? উল্লেখ্য, অ্যাডিলেডে দিনরাতের টেস্টের কথা মাথায় রেখেই এই প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। সেখান থেকেই কি বোঝা যাবে, আগামী টেস্টে ভারতের প্রথম একাদশ কেমন হতে চলেছে?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য