Saturday, December 7, 2024
বাড়িখেলাশ্রীলঙ্কা সিরিজ শেষ মুল্ডারের

শ্রীলঙ্কা সিরিজ শেষ মুল্ডারের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ নভেম্বর:  ২৬ বছর বয়সী মুল্ডারের বদলি হিসেবে ম্যাথু ব্রিটস্কিকে দলে যোগ করেছে প্রোটিয়ারা; লঙ্কানদের বিপক্ষে চলতি প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় এই চোট পান মুল্ডার। লাহিরু কুমারার করা ২৭তম ওভারের প্রথম বলে ডিফেন্ড করেন তিনি। বল ছোবল দেয় তার ডানহাতের মধ্যমায়। মাঠে ১০ মিনিটের বেশি সময় ধরে চলে তার চিকিৎসা।এরপর অবশ্য খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন মুল্ডার। দুটি বল খেলেনও। কিন্তু টিকে থাকতে পারেননি, মাঠ ছাড়েন আহত অবসর নিয়ে।

দক্ষিণ আফ্রিকা নবম উইকেট হারালে ফের ব্যাটিংয়ে নামেন মুল্ডার। উইকেট ছেড়ে বেরিয়ে এসে ধানাঞ্জায়া ডি সিলভাকে একটি ছক্কাও মারেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২ বলে ৯ রান করে।প্রথম দিনের লাঞ্চ বিরতিতে মুল্ডারের আঙুলে এক্স-রে করানো হয়। যেখানে তার চিড় ধরা পড়ে। মুল্ডারের বদলি হিসেবে ফিল্ডিং করেন রায়ান রিকেলটন।পরে অবশ্য দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে নামেন মুল্ডার। আউট হয়ে যান ১৫ রান করে।

শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট শুরু আগামী ৫ ডিসেম্বর।দলে আসা ব্রিটস্কি দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত একটি টেস্ট খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আউট হয়ে যান তিনি শূন্য রানে।প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার অবশ্য বেশ সমৃদ্ধ ২৬ বছর বয়সী কিপার-ব্যাটসম্যানের। ৫৬ ম্যাচ খেলে ৩৭.০৯ গড়ে করেছেন ৩ হাজার ৩৭৬ রান। ৮ সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে তার ১৬টি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য