স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ নভেম্বর: রেয়াল মাদ্রিদের জার্সিতে আরেকটি হতাশার রাত কাটানো কিলিয়ান এমবাপে পাশে পাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি ও সতীর্থদের। লিভারপুলের রক্ষণে তেমন একটা ভীতি ছড়াতে পারেননি বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড। পেনাল্টি পেয়েও পারেননি গোল করতে। তবে, ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর তাকে কোনো দায় দেননি রেয়াল কোচ কার্লো আনচেলত্তি। কোচের মতো সতীর্থের সমর্থনে এগিয়ে এলেন জুড বেলিংহ্যামও।চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার অ্যানফিল্ডে ২-০ গোলে হারে রেয়াল।চলতি আসরে পাঁচ ম্যাচে প্রতিযোগিতার সফলতম দলটির হয়ে এমবাপের গোল কেবল একটি। দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ছয় ম্যাচে তার গোল কেবল একটি। লিভারপুল ম্যাচ শেষে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের পাশে দাঁড়ালেন আনচেলত্তি।“তার জন্য এটা কঠিন সময়। তাকে আমাদের সমর্থন দিতে হবে এবং ভালোবাসা দিতে হবে। দ্রুতই সে ছন্দ ফিরে পাবে।”
“হতে পারে আত্মবিশ্বাসের ঘাটতি। কখনও কখনও এমন সময় আসে, যখন কোনো কিছু পক্ষে থাকে না। তবে সেই সময় পেরিয়ে যাওয়া যায়। অনেকে পেনাল্টিতে ব্যর্থ হয়, এটা অনেক সময়ই ঘটে। এর জন্য তাকে খুব একটা দোষ দেওয়া যাবে না।”পিএসজি থেকে যোগ দেওয়ার পর সান্তিয়াগো বের্নাবেউয়ে এখনও পায়ের নিচে মাটি শক্ত করতে পারেননি এমবাপে। তবে অনুশীলনে তার নিবেদনে কোনো ঘাটতি দেখেন না রেয়াল কোচ।“সে কঠোর পরিশ্রম করে। এভাবেই কঠোর পরিশ্রম ও লড়াই চালিয়ে যেতে হবে তাকে। এই মুহূর্তে কোনো কিছু তার পক্ষে যাচ্ছে না। আমাদের ধৈর্য ধরতে হবে। সে অসাধারণ একজন খেলোয়াড়।”কোচের সুর শোনা গেল ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যামের কণ্ঠও।
“এমবাপে বিস্ময়কর এক খেলোয়াড়। অসাধারণ খেলোয়াড় হওয়ায় তার ওপর এখন প্রবল চাপ। পেনাল্টির জন্য আমরা ম্যাচ হারিনি। ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমি জানি, সে সামনে এমন অনেক পারফরম্যান্স উপহার দেবে, যা ক্লাবের জন্য অনকে বড় কিছু।”৫ ম্যাচে তৃতীয় হারের পর ২৪ নম্বরে নেমে গেছে রেয়াল। ৬ পয়েন্ট নিয়ে দলটি আছে প্লে-অফ জোনের বাইরে। আতালান্তা, রেড বুল সালসবুর্ক ও ব্রেস্তের বিপক্ষে শেষ তিন ম্যাচে ভালো করে সেটা এড়ানোর ব্যাপারে আশাবাদী আনচেলত্তি।“আমি মনে করি, আজকের ম্যাচ (সবকিছুর) নির্ধারক নয়। আমরা থাকব, আগের বছরগুলোর মতোই নকআউট পর্বে লড়াই করব।”