Sunday, May 25, 2025
বাড়িখেলা১০ জনের দল নিয়ে বায়ার্নের কাছে আবার হারল পিএসজি

১০ জনের দল নিয়ে বায়ার্নের কাছে আবার হারল পিএসজি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ নভেম্বর:   আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে ১-০ গোলে জিতেছে জার্মান জায়ান্টরা। ব‍্যবধান গড়ে দেওয়া গোলটি করেন কিম মিন-জে।নিজ নিজ ঘরোয়া লিগে দুই দলই অপরাজেয় পথচলা ধরে রেখেছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে কারোর পথচলাই ঠিক সুখকর হচ্ছে না। এখানে জিতে বায়ার্ন অবশ্য সাফল্যের পাল্লা ভারি করতে পারল, বিপরীতে পিএসজির হতাশাময় যাত্রা আরও দীর্ঘ হলো।পাঁচ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠেছে ভিনসেন্ট কোম্পানির দল বায়ার্ন। তৃতীয় হারের স্বাদ পাওয়া পিএসজি একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে নেমে গেছে ২৬ নম্বরে।

প্রথমার্ধে বেশিরভাগ সময় বল দখলে রাখা বায়ার্ন আক্রমণেও আধিপত্য করে। প্রথম পরিষ্কার সুযোগ পায় তারাই। সপ্তম মিনিটে কাছ থেকে জামাল মুসিয়ালার শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক।২৮তম মিনিটে ফের প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় বায়ার্ন। দারুণ ড্রিবলিংয়ে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন কিংসলে কোমান।পাল্টা আক্রমণে পরের মিনিটে এগিয়ে যেতে পারত পিএসজি; কিন্তু বক্সে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন ওয়ারেন জাইরে-এমেরি। খানিক বাদে দেম্বেলের কোনাকুনি শট ঝাঁপিয়ে আটকে জাল অক্ষত রাখেন মানুয়েল নয়ার।

এরপরই এগিয়ে যায় বায়ার্ন। ৩৮তম মিনিটে কর্নার থেকে গোলমুখে উড়ে আসা বলের উচ্চতায় লাফিয়ে ক্লিযার করতে পারেননি পিএসজি গোলরক্ষক, ফাঁকায় বল পেয়ে হেডে জালে পাঠান দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার মিন-জে।৫৬তম মিনিটে বড় ধাক্কাটা খায় পিএসজি। আলফুঁস ডেভিসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন দেম্বেলে। ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে হলুদ কার্ড দেখেন আশরাফ হাকিমিও।

১০ জনের দল নিয়ে আর সেভাবে লড়াই করতে পারেনি পিএসজি। প্রবল চাপ তৈরি করে বায়ার্ন। ৭৪তম মিনিটে মুসিয়ালার একটি শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে।শেষ দিকে কিছুটা মরিয়া হয়ে উঠতে দেখা যায় পিএসজিকে। বায়ার্নও রক্ষণে মনোযোগ দেয়। তাই কয়েক মিনিট স্বাগতিকদের বক্সের আশেপাশে বল থাকলেও স্কোরলাইনে পরিবর্তন আসার মতো তেমন কিছুই হয়নি।চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে এই নিয়ে টানা চার ম্যাচে হারল পিএসজি। এই চার ম্যাচের একটিতেও জালের দেখা পায়নি তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!