Saturday, December 7, 2024
বাড়িখেলা‘আমরা সমাধান খুঁজে পেয়েছি, এখন মাঠে দেখাতে হবে’

‘আমরা সমাধান খুঁজে পেয়েছি, এখন মাঠে দেখাতে হবে’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৯ নভেম্বর:  গত ২৬ অক্টোবর লা লিগায় বার্সেলোনার কাছে নিজেদের মাঠে ৪-০ গোলে হেরে লিগে ৪২ ম্যাচের অপরাজেয় যাত্রা থামে রেয়ালের। এরপর গ্যালারি ভরা সমর্থকদের সামনেই গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় ইউরোপের সফলতম দলটি।

টানা দুই হারের পর সান্তিয়াগো বের্নাবেউয়েই শনিবার লিগে ম্যাচে ওসাসুনার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়নরা। আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিচার-বিশ্লেষণের পর সমস্যাটা ধরতে পেরেছেন তারা।“হ্যাঁ, অবশ্যই আমরা কথা বলেছি, পরিস্থিতি বিশ্লেষণ করেছি। মনে হয়, আমরা সমাধান খুঁজে পেয়েছি, তবে অনুশীলনে তা দেখাতে হবে। দলকে ঐক্যবদ্ধ, অনুপ্রাণিত দেখছি। আমরা সঠিক সমাধান খুঁজে পেয়েছি। তবে, আমরা সঠিকভাবে কাজ করছি কি-না, তা দেখার জন্য আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

“(খেলোয়াড়রা) ভাবছে কিভাবে আমরা সবকিছু পাল্টে দিতে পারি। তবে শুধু কথা নয়, আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। আমি কথা বলতে পারি, কিন্তু যা করা দরকার তা হলো পরিস্থিতি পাল্টে দেওয়া। আমার কথা হাওয়ায় হারিয়ে যাবে, কিন্তু আগামীকালের পারফরম্যান্স রয়ে যাবে।”লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ১১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে আছে ৯ পয়েন্টে। কাতালান দলটি অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য