স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৫ অক্টোবর: আর্জেন্টাইন ক্লাবটি সোমবার ৩৮ বছর বয়সী গাগোকে দায়িত্ব দেওয়ার কথা নিশ্চিত করেছে। আর্জেন্টিনার শীর্ষ প্রতিযোগিতায় টানা তিন ম্যাচ হেরে গত মাসে চাকরি ছাড়া দিয়েগো মার্তিনেসের স্থলাভিষিক্ত হলেন গাগো।বোকা জুনিয়র্সের জার্সি গায়ে ২০০৪ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন গাগো। পরে রেয়াল মাদ্রিদ, রোমা, ভালেন্সিয়া ঘুরে ২০১৩ সালে ফের স্বদেশি ক্লাবে ফেরেন তিনি। খেলোয়াড়ি জীবনের ইতি টানেন তিনি আর্জেন্টিনার আগে ক্লাব ভেলেস সার্সফিল্ডে।
আর্জেন্টাইন ক্লাব আলদোসিভির হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন গাগো। পরে দায়িত্ব নেন রেসিং ক্লাবের। তার কোচিংয়ে দলটি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইন্টারন্যাশনাল সুপার কাপে খেলে।সবশেষ তিনি ছিলেন মেক্সিকান ক্লাব সিডি গুয়াদালাহারার কোচ। গত ডিসেম্বরে ক্লাবটিতে যোগ দিয়েছিলেন গাগো। গত বৃহস্পতিবার দলটি ছাড়ার কথা ঘোষণা করেন এই কোচ।