স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ আগস্ট: শেষ সময়ের গোলে জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ৮৭ মিনিটে গোল করেন অভিষিক্ত ডাচ ফুটবলার জশুয়া জার্কজি।মৌসুমের প্রথম ম্যাচে গ্যালারি ঠাসা দর্শকের সামনে ইউনাইটেডের খেলায় ধার খুব বেশি ছিল না। যখন সুযোগ তৈরি করা গেছে, তখন তা কাজে লাগাতে পারেনি ফরোয়ার্ডরা। বদলি নামা জার্কজি শেষ পর্যন্ত দলকে স্বস্তির শুরু এনে দিয়েছেন।প্রথম ম্যাচ বলে ভুলগুলোক খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না টেন হাগ।
তবে সামনে তাকিয়ে গোল করায় উন্নতি দেখতে চান ইউনাইটেড কোচ।“আমার মনে হয়, বক্সের ভেতর খেলা শেষ করে দেওয়ার জায়গায় আরও অনেক উন্নতি করতে হবে আমাতের। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচগুলোয় এবং ম্যানচেষ্টার সিটির বিপক্ষে (কমিউনিটি শিল্ডের ফাইনালের পরাজয়ে) ম্যাচে আমরা এরকমই দেখেছি। আজকেও আমরা পর্যাপ্ত সুযোগ পেয়েছি। গোলের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল না।”
“আমাদেরকে আরও কার্যকর হতে হবে এবং খেলা শেষ করা জানতে হবে। হতে পারে, মৌসুমের মাত্রই শুরু। আরেকটু সময় লাগবে। ফুটবলাররা পুরোপুরি গতি ও ছন্দে আসবে। স্কোর করার মতো যথেষ্ট ফুটবলার আমাদের আছে।”সেই ফুটবলারদের একজন, এই ম্যাচে টেন হাগের মুখ হাসি ফুটিয়েছেন যিনি, সেই জার্কজির প্রশংসায় পঞ্চমুখ কোচ। তার বিশ্বাস, দলের বড় ঘাটতির একটি জায়গা পূরণ করতে পারেন বোলোনিয়া থেকে এই মৌসুমে দলে আসা ২৩ বছর বয়সী এই ডাচ ফরেয়ার্ড।
“গত মৌসুমের শেষ দিকে সে চোট পেয়েছিল এবং সেজন্য ইউরোতে খেলতে পারেনি। আজকে শুরুটা দারুণ করল। কিছু ঘাটতি পুষিয়ে দিতে হবে আমাদের। তার মধ্যে এমন কিছু ব্যাপাআছে, আমাদের যা আগে ছিল না এবং আজকে নেমেই সে তা দেখিয়েছে।”“সমন্বয় গড়া ও সংযোগ স্থাপনে সে খুব ভালো। বল-প্লেয়িং করার মতা সংমিশ্রণ আমাদের বেশ কজনই আছে। তবে কাউকে বক্সে জায়গামতো থাকতে হবে গোল করার জন্য এবং আজকে রাতে সে এটিই করেছে। সে এখন ম্যান ইউনাইটেডের ফুটবলার এবং একজন স্ট্রাইকারের জন্য প্রথম ম্যাচেই গোল করা মানে দারুণ শুরু।