Wednesday, January 15, 2025
বাড়িখেলা১০০ মিটারে রিলেতে সেরা যুক্তরাষ্ট্র ও কানাডা

১০০ মিটারে রিলেতে সেরা যুক্তরাষ্ট্র ও কানাডা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১০ আগস্ট: স্তাদে দে ফ্রান্সের ট্র্যাকে শুক্রবার রাতে মেয়েদের ১০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্র সোনা জিতে নেয় ৪১ দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে। তাদের হয়ে দৌড়েছেন জেফারসন মেসিয়া, টেরি টিওয়ানিসা, গ্যাব্রিয়েলে টমাস ও শ্যাকিরি রিচার্ডসন।মৌসুম সেরা টাইমিং করলেও যুক্তরাষ্ট্র ভাঙতে পারেনি নিজেদের গড়া অলিম্পিকস ও বিশ্ব রেকর্ড। ২০১২ সালে লন্ডন অলিম্পিকসে ৪০ দশমিক ৮২ সেকেন্ড সময় নিয়ে দুটি রেকর্ডই গড়েছিল তারা।৪১ দশমিক ৮৫ সেকেন্ড সময় নিয়ে গ্রেট ব্রিটেন রুপা ও ৪১ দশমিক ৯৭ সেকেন্ড টাইমিং করে জার্মানি ব্রোঞ্জ পেয়েছে।

ছেলেদের বিভাগে কানাডা সেরা হয়েছে ৩৭ দশমিক ৫০ সেকেন্ড টাইমিং করে। মৌসুম সেরা টাইমিং করা (৩৭ দশমিক ৫৭) দক্ষিণ আফ্রিকা পেয়েছে রুপা। গ্রেট ব্রিটেন ৩৭ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে পেয়েছে ব্রোঞ্জ।কানাডা দলের হয়ে দৌড়েছেন আন্দ্রে দে গ্রাস, অ্যারন ব্রাউন, জেরোমে ব্লেক ও ব্রেন্ডন রডনি।এ ইভেন্টেও জ্যামাইকার গড়া দুটি রেকর্ডই অক্ষত থাকল। ২০১২ সালে লন্ডন অলিম্পিকসের ৩৬ দশমিক ৮৪ সেকেন্ড টাইমিং করে অলিম্পিকসের ও বিশ্ব রেকর্ড গড়েছিল তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য