Sunday, January 26, 2025
বাড়িখেলাসোনার লড়াই ফ্রান্স–স্পেনের

সোনার লড়াই ফ্রান্স–স্পেনের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৬ আগস্ট: মিসরকে ৩-১ গোল হারিয়ে অলিম্পিক ফুটবলে ফাইনালে উঠেছে স্বাগতিক ফ্রান্স। পিছিয়ে পড়েও জন ফিলিপ্পে মাতেতার জোড়া গোল ও মিশেল ওলিসের গোলে জয় পেয়েছে দলটি। সোনার লড়াইয়ে ফাইনালে তারা খেলবে স্পেনের বিপক্ষে।প্রথম গোল হজম করে হারের শঙ্কায় ছিল থিয়েরি অঁরির ফ্রান্স। ৬২ মিনিটে কাল প্রথম গোল করেন মিসরের মাহমুদ সাবের। তবে ম্যাচের সাত মিনিট বাকি থাকতে ফ্রান্সের হয়ে গোল করে সমতায় ফেরান ক্রিস্টাল প্যালেস স্ট্রাইকার মাতেতা। ওলিসের বাড়ানো বলে গোল করেন তিনি।ম্যাচ যায় অতিরিক্ত সময়ে।

এরপর ৯৯ মিনিটে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল করেন মাতেো। টুর্নামেন্টে মাতেতার গোল এখন চারটি। ওলিস গোল করেন ম্যাচের ১০৮ মিনিটে। সেখানেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়।ফ্রান্স ফুটবল দল এর আগে অলিম্পিকে সোনার পদক জিতেছিল ১৯৮৪ সালে। অর্থাৎ ৪০ বছর পর সোনার পদক জেতার সুযোগ ফ্রান্স ফুটবল দলের সামনে। স্পেনও অলিম্পিকে সর্বশেষ সোনার পদক জেতে ৩২ বছর আগে, ১৯৯২ সালে। সর্বশেষ টোকিও অলিম্পিকে তাদের স্বপ্ন ভাঙে ব্রাজিলের কাছে হেরে। আগামী শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। মিসর ও মরক্কো খেলবে আগামী বৃহস্পতিবার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য