Friday, March 29, 2024
বাড়িখেলামহিলা বিশ্বকাপের লিগ টেবিলে ভারতকে টপকে দু'নম্বরে দক্ষিণ আফ্রিকা

মহিলা বিশ্বকাপের লিগ টেবিলে ভারতকে টপকে দু’নম্বরে দক্ষিণ আফ্রিকা



নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : চলতি মহিলা বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল দক্ষিণ আফ্রিকা। ভারতকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসে তারা। ইংল্যান্ড নেমে যায় সাত নম্বরে। অস্ট্রেলিয়া আগের মতোই লিগ টেবিলের শীর্ষে রয়েছে। ভারত একধাপ পিছিয়ে তিন নম্বরে চলে গিয়েছে।

অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ লিগ টেবিলের ছয় নম্বরে উঠে আসে। সুতরাং, এই মুহূর্তে তারা অবস্থান করছে ডিফেল্ডিং চ্যাম্পিয়নদের উপরে। পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে বিশ্বকাপের আয়োজক নিউজিল্যান্ড। পাঁচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একেবারে শেষে অবস্থান করছে পাকিস্তান। ইংল্যান্ড ও পাকিস্তান এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে জয়ের মুখ দেখেনি।


আইসিসি মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিল:-

১. অস্ট্রেলিয়া: ম্যাচ-৩, জয়-৩, হার-০, পয়েন্ট-৬ (নেট রান-রেট: ১.৬২৬)।

২. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৩, জয়-৩, হার-০, পয়েন্ট-৬ (নেট রান-রেট: ০.২৮০)।



৩. ভারত: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট: ১.৩৩৩)।


৪. নিউজিল্যান্ড: ম্যাচ-৪, জয়-২, হার-২, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -০.২৫৭)।


৫. ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -০.৯৬৭)।


৬. বাংলাদেশ: ম্যাচ-৩, জয়-১, হার-২, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.৪৭৭)।


৭. ইংল্যান্ড: ম্যাচ-৩, জয়-০, হার-৩, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.১৫৬)।


৮. পাকিস্তান: ম্যাচ-৪, জয়-০, হার-৪, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৯৯৬)।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য