Sunday, January 19, 2025
বাড়িখেলাইউরোতে অস্ট্রিয়ার ‘নন-প্লেইং ক্যাপ্টেন’ আলাবা

ইউরোতে অস্ট্রিয়ার ‘নন-প্লেইং ক্যাপ্টেন’ আলাবা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ মে: চোটের কারণে মাঠের বাইরে থাকা ডাভিড আলাবা জায়গা পাননি ইউরোর জন্য অস্ট্রিয়ার প্রাথমিক দলে। যদিও তাকে নিয়েই ইউরোতে যাচ্ছে দলটি। দলের নিয়মিত অধিনায়ক এই আসরেও থাকবেন অধিনায়ক। তবে একটু বদল আছে ভূমিকায়। খেলতে না পারলেও দলের সঙ্গে থাকবেন তিনি। অস্ট্রিয়ান ফুটবল ফেডারেশর জানিয়েছেন, ইউরোতে দলের ‘নন-প্লেইং ক্যাপ্টেন’ থাকবেন আলাবা।গত দুটি ইউরোতে অস্ট্রিয়ার হয়ে খেলা আলাবা এবার যে খেলতে পারবেন না, তা অনেকটা অনুমিতই ছিল। হাঁটুর চোটের কারণে গত ডিসেম্বর থেকে মাঠের বাইরে রেয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার। তার চোটের উন্নতি হচ্ছে প্রত্যাশার চেয়ে ধীরে। কদিন আগে নতুন করে তার আরেকটি অস্ত্রোপচার হয়েছে বলে সংবাদমাধ্যমে উঠে এসেছে।

অস্ট্রিয়ার কোচ রাল্ফ রাংনিক জানালেন, আলাবা নিজে থেকেই চাইছিলেন ইউরোতে দলের সঙ্গে থাকতে।“অবশ্যই এটা চরম হতাশার যে, খেলোয়াড় হিসেবে তাকে আমরা এবার পাচ্ছি না। গত কয়েক সপ্তাহ ধরে ডাভিডের সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছে। সে বলেছে, খুব করে চায় আমাদের সঙ্গে থাকতে। তার ক্লাব রেয়াল মাদ্রিদের সঙ্গে দারুণ একটি আলোচনার পর এখন খুশিমনে বলতে পারছি, তার চাওয়া পূরণ হচ্ছে।”শুধু আলাবাই নয়, অস্ট্রিয়ার জন্য চোটের ধাক্কা আছে আরও। আলাবার মতোই হাঁটুর চোটে ইউরোতে খেলতে পারছেন না মিডফিল্ডার জাভা স্লাগা ও প্রথম পছন্দের গোলকিপার আলেকসান্দার স্লাগা।ইউরোতে এবার বেশ কঠিন গ্রুপে পড়েছে অস্ট্রিয়া। ‘ডি’ গ্রুপে তারা খেলবে ফ্রান্স, নেদারল্যান্ডস ও পোল্যান্ডের বিপক্ষে। ইউরোর আগে তারা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ৪ জুন সার্বিয়ার বিপক্ষে ও ৮ জুন সুইজারল্যান্ডের সঙ্গে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য