Wednesday, July 30, 2025
বাড়িখেলাবিরাটকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবেন না:রোহিত শর্মা

বিরাটকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবেন না:রোহিত শর্মা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ মার্চ : বিরাট কোহলিকে নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হবে না। তারুণ্যনীতির উপর জোর দিতেই টিম ইন্ডিয়ার মহাতারকাকে ২০ ওভারের বিশ্বকাপের দলে রাখতে চাইছেন না রাহুল দ্রাবিড় ! এমনটাই গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে। যদিও কীর্তি আজাদের দাবি, রোহিত শর্মা নাকি বিসিসিআইয়ের সচিব জয় শাহকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বিরাটকে ছাড়া তিনি কোনও মতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবেন না।

এই ইস্যুতে একটি টুইট করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। নিজের X হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি খেলবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার জয় শাহ কে? ও তো নির্বাচক নয়। এই দায়িত্ব মুখ্য জাতীয় নির্বাচক অজিত আগরকরের নেওয়া উচিত। বিরাটকে কেন টি-টোয়েন্টি দলে রাখা হবে না, সেটা নিয়ে অজির আগরকর এবং বাকি নির্বাচকদের কথা বলা উচিত।’


এখানেই থেমে না থেকে কীর্তি আজাদ ফের লিখেছেন, ‘যতদূর আমি জানি অজিত আগরকর ও বাকিরা নির্বাচকরা বিরাটকে বোঝাতে অক্ষম হয়েছে। এমনকি বিরাটের সঙ্গে কথা বলার জন্য রোহিতকেও অনুরোধ করেছিল জয় শাহ। তবে বিরাটের পাশেই রয়েছে রোহিত। এবং রোহিত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বিরাটকে যে কোনও শর্তে টি-টোয়েন্টি দলে চাইছে রোহিত। আর তাই আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে বিরাটের নাম দেখা শুধু সময়ের অপেক্ষা।’

দ্বিতীয় সন্তানের জন্মের জন্য গত কয়েক মাস ইংল্যান্ডে ছিলেন বিরাট। শনিবার, ১৬ মার্চ রাতে পরিবারের সঙ্গে দেশে ফিরেছেন কিং কোহলি। এদিকে ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখন বিরাট ক্রোড়পতি লিগে কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!