Saturday, July 27, 2024
বাড়িখেলালাল কার্ড নিয়ে বেলিংহ্যামের সঙ্গে কথা বলার প্রয়োজন দেখছেন না আনচেলত্তি

লাল কার্ড নিয়ে বেলিংহ্যামের সঙ্গে কথা বলার প্রয়োজন দেখছেন না আনচেলত্তি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৬ মার্চ: লা লিগায় শনিবার বিতর্কিতভাবে শেষ হওয়া ম্যাচটি ড্র হয় ২-২ গোলে। মেস্তায়া স্টেডিয়ামে ম্যাচের শেষ মুহূর্তে ব্রাহিম দিয়াস বক্সের ডান পাশ থকে ক্রসে বল বাতাসে থাকা অবস্থায়ই শেষ বাঁশি বাজিয়ে ফেলেন রেফারি। এই ক্রসেই হেড করে বল জালে জড়ান বেলিংহ্যাম।গোলমুখে এমন ক্রসে বল বাতাসে থাকা অবস্থায় ম্যাচ শেষ করে দেওয়া বেশি নজিরবিহীন। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে তখন মাঠে। রেফারিকে ঘিরে ধরেন রেয়ালের ফুটবলাররা। রেফারির সঙ্গে তর্ক করার এক পর্যায়ে লাল কার্ড দেখানো হয় বেলিংহ্যামকে।ম্যাচ শেষেই আনচেলত্তি বলেছিলেন, রেফারিকে কোনো বাজে কথা বলেননি বেলিংহ্যাম। চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনেও একই দাবি করলেন রেয়াল কোচ।

“তার (বেলিংহ্যাম) সঙ্গে কথা হয়নি আমার। এই প্রসঙ্গে তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজনই দেখছি না। সে এমন এক ফুটবলার, মাঠে যে নিজের সবটুকু উজাড় করে দেয়। সে নিজের কাজ ভালোভাবেই করছে।”“লাল কার্ড নিয়ে যা হয়েছে, আমার মতে, তা ছিল ভুল। সত্যিটা হলো, সে অবশ্যই হতাশ ছিল খুব, তবে কোনো অপমানসূচক কথা সে বলেনি।”\সেই লাল কার্ড নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিস্ময়ের কথা জানান রেয়ালের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাও।“আপনারাই দেখেছেন, যা হয়েছে, খুবই অদ্ভুত তা। ফুটবলে আমি জীবনেও এমন কিছু দেখিনি। খুবই বিস্ময়কর ব্যাপার, খুবই অদ্ভুতুড়ে।”চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার নিজেমের মাঠে রেয়াল লড়বে লাইপজিগের সঙ্গে। প্রথম লেগে জার্মান ক্লাবটির মাঠ থেকে ফিরেছে তারা ১-০ গোলের জয় নিয়ে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য