Saturday, March 22, 2025
বাড়িখেলাইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে রিশার্লিসনকে নিয়ে শঙ্কায় ব্রাজিল

ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে রিশার্লিসনকে নিয়ে শঙ্কায় ব্রাজিল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ মার্চ: চোট পেয়ে অনেক দিন ধরে দলের বাইরে নেইমার। সহসা তার ফেরার সম্ভাবনাও নেই। এদিকে মাঠে সময়টা ভীষণ খারাপ কাটছে ব্রাজিল দলের। বাজে পথচলায় সামনে বড় দুই দলের বিপক্ষে তাদের ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই। এমন সময়ে রিশার্লিসনকে হারানোর শঙ্কায় পড়ে গেছে তারা।প্রিমিয়ার লিগে গত ১৭ ফেব্রুয়ারি উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে পায়ে চোট পান টটেনহ্যাম হটস্পারের রিশার্লিসন। প্রায় দুই সপ্তাহ পর জানা গেল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চোটের প্রকৃত অবস্থা।টটেনহ্যাম কোচ এনজ পোস্টেকোগ্লু জানিয়েছেন, রিশার্লিসনের সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগবে।

এই মাসের শেষ সপ্তাহে দুই প্রীতি ম্যাচে ইংল্যান্ড ও স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল। আগামী ২৪ মার্চ ইংলিশদের এবং তার তিন দিন পর স্প্যানিশদের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিল পরের বিশ্বকাপের বাছাইয়ে ধুঁকছে। প্রথম দুই রাউন্ডে জয়ের পরের ছয় ম্যাচেন একটিতেও জিততে পারেনি। গত বছরের সবশেষ ওই চার ম্যাচে হেরেছে তিনটিতেই, অন্যটি ড্র। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে।আসছে আন্তর্জাতিক বিরতি দলটির জন্য তাই নিজেদের খুঁজে ফেরার লড়াই। আর কোপা আমেরিকার আগে এটাই নিজেদের পরীক্ষা করে নেওয়ার শেষ সুযোগ।এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে ১০ গোল করেছেন রিশার্লিসন। টটেনহ্যামের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। তাই মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে তাকে হারানোটা দলটির জন্য অনেক বড় ধাক্কা।২৫ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম। তাদের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে অ্যাস্টন ভিলা, অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে তারা

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য