Saturday, September 7, 2024
বাড়িখেলাভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট ক্লাবের সদস্য হবেন অশ্বিন !

ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট ক্লাবের সদস্য হবেন অশ্বিন !

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  ০৬ ফেব্রুয়ারি :  আর এক উইকেট নিতে পারলেই ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়ে নিতে পারতেন। তবে সেই নজির গড়া এখনও অধরা। তবে তাতে কি! ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রবিচন্দ্রন অশ্বিন অন্য একটি নজির গড়ে ফেলেছেন। ভারতীয়দের মধ্যে অশ্বিন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন। এর আগে এই নজির প্রাক্তন স্পিনার ভগবত চন্দ্রশেখরের নামে ছিল। এবার তাঁকে ছাপিয়ে গেলেন টিম ইন্ডিয়ার অফ স্পিনার।

২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ২১টি টেস্টে খেলেছেন অশ্বিন। ৩৯টি ইনিংসে নিয়েছেন সর্বাধিক ৯৭টি উইকেট। ১৯৬৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩টি টেস্ট খেলেছিলেন ভগবত চন্দ্রশেখর। ২৩টি টেস্টে ৯৫টি উইকেট নিয়েছিলেন প্রাক্তন লেগ স্পিনার।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কোনও উইকেট পাননি অশ্বিন। তবে দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেছিলেন তিনি। নিয়েছিলেন ৭২ রানে ৩ উইকেট। এর মধ্যে ছিল বেন ডাকেট, অলি পোপ ও জো রুটের মূল্যবান উইকেট।

১৫ ফেব্রুয়ারি রাজকোটে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে দুই দল। সেই ম্যাচে আর একটি উইকেট পেলেই ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট ক্লাবের সদস্য হবেন অশ্বিন। শীর্ষে রয়েছেন অনিল কুম্বলে । ১৩২টি টেস্টে কুম্বলে ৬১৯টি উইকেট নিয়েছেন। এই মুহূর্তে ৯৭টি টেস্টে অশ্বিনের দখলে রয়েছে ৪৯৯টি উইকেট।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য