Tuesday, January 14, 2025
বাড়িখেলাপ্রথমবার হিজাব ছাড়া দেখা মিলল ইরফানের স্ত্রীর !

প্রথমবার হিজাব ছাড়া দেখা মিলল ইরফানের স্ত্রীর !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৪ ফেব্রুয়ারি : পারেন বটে ইরফান পাঠান । এই মুহূর্তটার জন্যই কি দীর্ঘ আট বছর অপেক্ষা করেছিলেন! ৩ ফেব্রুয়ারি বিবাহ জীবনের আট বছর পূর্ণ করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁহাতি পেসার। আর নিজের জীবনের এমন বিশেষ দিনে স্ত্রী সাফা বেইগের ছবি প্রকাশ্যে আনলেন তিনি। সেই ছবি নিজের X হ্যান্ডেলে পোস্ট করতেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে গিয়েছে।

ইরফান যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাঁকে কালো কুর্তা পরে স্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে সাফার পরনে আছে একটি হালকা গোলাপি রঙের চুড়িদার এবং সাদা ওড়না।


ছবিটি পোস্ট করে ইরফান লিখেছেন, ‘একাধিক চরিত্র যা দক্ষতার সঙ্গে একজন মানুষই পালন করছেন। মুড ভালো করে দেওয়ার মানুষ। কমেডিয়ান। সমস্যা তৈরি করার লোক। সবসময়ের সঙ্গী। প্রকৃত বন্ধু। এবং আমার দুই সন্তানের মা। এই সুন্দর সফরে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়ে ধন্য। অষ্টম বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা আমার ভালোবাসা।’

২০১৬ সালে সাফা বেইগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইরফান। দুই পুত্র নিয়ে তাঁদের ভরা সংসার। তাঁদের দুই ছেলের নাম ইমরান এবং সুলেমান। এদিন ৩ ফেব্রুয়ারি, শনিবার বিয়ের আট বছর পূর্তি উপলক্ষ্যে তিনি তাঁর স্ত্রীর একটি ছবি প্রকাশ্যে আনলেন।

ইরফানকে বিয়ে করার আগে সৌদি আরবে পরিবারের সঙ্গে থাকতেন সাফা। সেই দেশের অন্যতম পরিচিত ব্যবসায়ী মির্জা ফারুক বেগের একমাত্র কন্যা হলেন সাফা। একটা সময় জেড্ডাতে ‘নেইল আর্টিস্ট’ হিসেবেও সুনাম অর্জন করেছিলেন সাফা।

ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার থেকে বয়সে ১০ বছরের ছোট সাফা। তবে এতে তাঁদের সংসার বেড়ে উঠতে সমস্যা হয়নি। ২০১৪ সালে দুবাইতে একটি ইভেন্টে ইরফানের সঙ্গে সাফার আলাপ হয়। প্রথম দেখাতেই সাফার প্রেমে পড়ে যান তিনি। এবং তাঁদের সেই ভালোবাসার ইনিংস এখনও দারুণভাবে এগিয়ে যাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য