Tuesday, December 3, 2024
বাড়িখেলা৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় লিভারপুলের

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় লিভারপুলের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৪ ডিসেম্বর: ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার অ্যানফিল্ডে জমজমাট ম্যাচে ৪-৩ গোলে জিতেছে লিভারপুল। ‘অলরেড’দের হয়ে জালের দেখা পান আলেক্সিস মাক আলিস্তের, ওয়াতারু এন্দো ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। অন্য গোলটি আত্নঘাতী।ইংল্যান্ডের শীর্ষ লিগে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ক্লপের দল। সমান ম্যাচে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৩।২০তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নেওয়া ফ্রি-কিক ক্রসবারে লেগে ফেরার পর ফুলহ্যাম গোলরক্ষক বার্নড লেনোর গায়ে লেগে জালে জড়ায়। চার মিনিট বাদে হ্যারি উইলসন সমতা টানেন।৩৮তম মিনিটে দূরপাল্লার শটে ফের লিভারপুলকে লিড এনে দেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার মাক আলিস্তের। তবে দলটির এই আনন্দও টেকেনি বেশিক্ষণ। প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ২-২ করেন কেনি টেটে।

উত্থান-পতন আর উত্তেজনায় ঠাসা ম্যাচের ৮০তম মিনিটে জ্যামাইকান ফরোয়ার্ড ববি ডি করডোভা-রেইড ফুলহ্যামকে প্রথমবারের মতো এগিয়ে দেন। জয়ের ঘ্রাণ পায় দলটি। তবে ম্যাচের নাটকীয়তার যে তখনও অনেক বাকি।এরপর দুই মিনিটের ওই ঝড়ে ফুলহ্যামের জয়ের স্বপ্ন ধুলিসাৎ করে দেয় লিভারপুল। ৮৭ মিনিটে এন্দো সমতা টানেন; প্রিমিয়ার লিগে এই জাপানি মিডফিল্ডার প্রথম গোল পেলেন। পরের মিনিটেই ডান পায়ের শটে ফুলহ্যামের জালে বল পাঠিয়ে লিভারপুলকে উল্লাসে ভাসান অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।এই জয়ে নিজেদের মাঠে লিগে ১৩ মাস ধরে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল লিভারপুল।১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে ফুলহ্যাম।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য