Thursday, January 16, 2025
বাড়িখেলাকেইনকে দলে পাওয়ার অপেক্ষায় বায়ার্ন কোচ

কেইনকে দলে পাওয়ার অপেক্ষায় বায়ার্ন কোচ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, আগরতলা ,১২ আগস্ট: চলতি গ্রীষ্মের দলবদলে কিছুটা সময় ধরেই কেইনকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বায়ার্ন। গত বৃহস্পতিবার ব্রিটিশ ও জার্মান সংবাদমাধ্যম জানায় যে, বায়ার্নের প্রস্তাবে সম্মত হয়েছে টটেনহ্যাম। ইংল্যান্ড অধিনায়কের ট্রান্সফার ফি হতে পারে ১০ কোটি ইউরোর বেশি। শেষ পর্যন্ত কেইন যদি বায়ার্নে যোগ দেন, তাহলে তিনিই হবেন বুন্ডেসলিগার ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়।এর আগে বিভিন্ন সময়ে খবরে এসেছিল কেইনের বায়ার্নের যোগ দেওয়ার ইচ্ছার বিষয়টি৷ এই তারকা নাকি টটেনহ্যামকে জানিয়েও রেখেছেন তার সিদ্ধান্ত। সব ঠিক থাকলে শুক্রবার মিউনিখে মেডিকেল পরীক্ষা হবে ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

আগামী শনিবার জার্মান সুপার কাপে লাইপজিগের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে বায়ার্ন। এই ম্যাচের আগে টুখেলের সংবাদ সম্মেলনে উঠে আসে কেইনের চুক্তির প্রসঙ্গটি। জার্মান কোচ বলেন, যত দ্রুত সম্ভব কেইনকে দলে টানার প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছেন তারা।“আমরা এই (হ্যারি কেইন) চুক্তিটা সম্পন্ন করতে পুরোদমে কাজ করছি। আমরা বিষয়টি নিশ্চিত করতে পারি, তবে আমার এই কথা বলার সময়ও কোনো চুক্তি হয়নি। আর এখনও যদি চুক্তি না হয়, তাহলে কোচ এমন কাউকে নিয়ে কথা বলতে পারবে না, যে তাদের খেলোয়াড় নয়।””আমি বুঝতে পারি এখানে অনেকগুলো যদি ও কিন্তু আছে। যে কোনো কিছুই হতে পারে। প্রথম ব্যাপার হল তাকে খেলোয়াড় হিসেবে দলে পাওয়া এবং এখনও তাকে পাওয়া যায়নি। এটা একটা বড় ব্যাপার। আমরা ইংল্যান্ডের (জাতীয় দলের) অধিনায়ককে প্রিমিয়ার লিগ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি।”বুন্ডেসলিগায় শিরোপাধারী বায়ার্নের প্রথম ম্যাচ আগামী ১৮ অগাস্ট, প্রতিপক্ষ ভার্ডার ব্রেমেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য