ক্রীড়া প্রতিনিধি ।। টিসিএর সচিব পদে বহাল রইলেন তিমির চন্দ। বর্তমান কমিটির মেয়াদ আরো বেশ কিছু মাস রয়ে গেছে। এই সময়ে টিসিএর সচিব পদের দায়িত্তে থাকবেন তিমির চন্দ। মঙ্গলবার হাইকোর্ট এই রায় দেয়। টিসিএর এপেক্স কমিটি তিমির চন্দের বিরুদ্ধে অনাস্থা এনে তাকে সচিব পদ থেকে অব্যাহতি দিয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে তিমির চন্দ আইনের দ্বারস্থ হন। প্রথমে লোয়ার কোর্ট এরপর ডিস্ট্রিক্ট কোর্ট অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এদিন মামলাটি হাইকোর্টে উঠে। যাবতীয় সব বক্তব্য শোনার পর মাননীয় আদালত রায় দেয়, টিসিএ’র দায়িত্বে বহাল থাকবেন তিমির চন্দই। তাকে যে পদ্ধতিতে সরানো হয়েছিল তা সঠিক ছিল না। তিমির চন্দের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টা জানা গেছে।
টিসিএ’র এই জটিলতা গত প্রায় ছয় মাসের উপর চলছে। সচিব পদটি নিয়ে আদালতে লড়াই চলছে উভয় পক্ষের মধ্যে। এর ফলে এই সংস্থাটির ভাবমূর্তি রাজ্যবাসীর কাছে নষ্ট হয়ে গেছে। মাননীয় উচ্চ আদালতের সর্বশেষ রায়ের পর টিসিএ এবার কোন পথে চলে সেটাই দেখার।