Friday, March 1, 2024
বাড়িখেলাটেস্ট অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ লোকেশের

টেস্ট অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ লোকেশের


জোহানেসবার্গ, ১৮ জানুয়ারি (হি. স.) : রাহুল কোনওরকম রাখঢাক না করে টেস্টে জাতীয় দলের অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন লোকেশ রাহুল । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে সাংবাদিক সম্মেলনে লোকেশ রাহুল জানিয়ে দেন, তাঁকে নিয়মিত টেস্ট অধিনায়ক করা হলে সম্মানিত বোধ করবেন।

সাংবাদিক সম্মেলনে লোকেশ বলেন, ‘জোহানেসবার্গে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। এটা সত্যিই স্পেশাল ছিল। ফলাফল আমাদের অনুকূলে যায়নি। তবে আমার জন্য এটা শেখার ও অভিজ্ঞতা সঞ্চয়ের বিষয় ছিল। দেশকে নেতৃত্ব দেওয়া এমন একটা বিষয়, যেটা আমাকে সবসময় গর্বিত করবে। হ্যাঁ, যদি আমাকে নিয়মিত টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়, সেটা আমার কাছে বিশাল গর্বের বিষয় হবে। তবে এই মুহূর্তে ওসব নিয়ে ভাবছি না। আপাতত ওয়ান ডে সিরিজেই নজর রয়েছে আমার।’ লোকেশ রাহুল স্পষ্ট জানিয়ে দেন যে, জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সব ক্রিকেটারের কাছেই বড় বিষয়। এক্ষেত্রে তিনিও ব্যতিক্রমী নন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য