Saturday, January 25, 2025
বাড়িখেলাম্যাককলামাকে চিনতে পারলেন না স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা, ঢুকতে বাধা

ম্যাককলামাকে চিনতে পারলেন না স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা, ঢুকতে বাধা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৮ জুলাই: তাই বলে একটা জাতীয় দলের কোচকেই চিনতে পারবেন না স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা? এমনও হতে পারে! হতে পারে কী, হয়েছেও। সেটাও আবার ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে। গতকাল হেডিংলি টেস্ট চলাকালে মাঠে ঢোকার সময়ে এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের কোচ। দ্য টাইমস জানিয়েছে, হেডিংলির নিরাপত্তাকর্মীরা ম্যাককালামকে চিনতে পারেননি। দায়টা কিছুটা ম্যাককালামেরও আছে। কারণ, এই ইংল্যান্ড কোচের কাছে মাঠে ঢোকার সঠিক পাস ছিল না।পুরো বিষয় আরেকটু খোলাসা করা যাক। লর্ডস টেস্ট চলাকালে মাঠে ঢুকে খেলায় বাগড়া দিয়েছিলেন ‘জাস্ট স্টপ অয়েল’ জোটের দুই কর্মী। হাতে কমলা রঙের পাউডার নিয়ে ঢোকা এই দুই আন্দোলনকারীর কারণে প্রায় ছয় মিনিটের জন্য ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের খেলা বন্ধ রাখতে হয়।সংগঠনটি মূলত যুক্তরাজ্যে জীবাশ্ম জ্বালানি প্রকল্প বন্ধের দাবি জানিয়ে আসছে। এর আগে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আগে অস্ট্রেলিয়ার টিম বাস আটকে দিয়েছিল জাস্ট স্টপ অয়েল জোট।

তারও আগে ইংল্যান্ড আয়ারল্যান্ড টেস্টের সময়েও ইংল্যান্ড ক্রিকেট দলকে বহন করা বাস আটকে দিয়েছিল এই সংগঠন। তাই এই আন্দোলনকারীদের কথা মাথায় রেখে হেডিংলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছিল।ডেইলি মেইল জানিয়েছে, হেডিংলির নিরাপত্তাকর্মীরা ‘জাস্ট স্টপ অয়েল’ জোটের টি-শার্ট পরা ও ব্যাগ হাতে দুজনকে চিহ্নিত করেছিলেন। যে কারণে অতি সতর্কতাবশত পাস না থাকায় ম্যাককালামকে আটকে দেন তাঁরা। ম্যাককালাম একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায়ও জড়িয়ে পড়েন। নিরাপত্তাকর্মীদের বোঝানোর চেষ্টা করেন কেন তাঁর মাঠে ঢোকা জরুরি। তবে নিরাপত্তাকর্মীরা তাঁর কথা না শুনে সিনিয়রদের পরামর্শ নিতে যান। যে কারণে অনেকটা মেজাজ হারিয়ে ফেলেন ম্যাককালাম। মাঠে ঢুকতে ঢুকতে কিউই এই সাবেক ক্রিকেটার নিরাপত্তাকর্মীর উদ্দেশে বলেন, ‘তোমাকে এই বিষয়ের জন্য পরে ভুগতে হবে।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য