Tuesday, March 25, 2025
বাড়িখেলাআইপিএলে ওয়ার্নারের জ্বলে ওঠার অপেক্ষায় ওয়াটসন

আইপিএলে ওয়ার্নারের জ্বলে ওঠার অপেক্ষায় ওয়াটসন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৪ এপ্রিল: আইপিএল ও ওয়ার্নারের সাফল্য একরকম বলা যায় সমার্থক। টানা ছয়টি আইপিএলে ৫০০ রান ছোঁয়া একমাত্র ব্যাটসম্যান তিনি। এবারও আসর শুরু করেছেন তিনি দারুণ ধারাবাহিকতায়। আলোচনায়ও আছেন যথারীতি। তবে সেই আলোচনায় এবার নেতিবাচকতার স্রোতই তীব্র।  এখনও পর্যন্ত ৪ ম্যাচে ৩টি ফিফটিতে তার রান ২০৯। আসরের যা দ্বিতীয় সর্বোচ্চ। ব্যাটিং গড় ৫২.২৫। কিন্তু সমস্যা হলো তার রান করার ধরন, যেখানে আগের গতি হারিয়ে গেছে। আসর শুরু করেন তিনি ৪৮ বলে ৫৬ রানের ইনিংস খেলে। এরপর তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৩৭, ৫৫ বলে ৬৫ ও সবশেষ ম্যাচে ৪৭ বলে ৫১। সেদিন ফিফটি ছোঁয়ার পর উদযাপনের বদলে তিনি উল্টো হতাশা প্রকাশ করেন।

চলতি আসরে তার স্ট্রাইক রেট ১১৪.৮৩। আসরে ২০০ রান ছোঁয়া অন্য দুই ব্যাটসম্যানের স্ট্রাইক রেটের চেয়ে তিনি যোজন যোজন পিছিয়ে। ৪ ম্যাচে ২৩৩ রান করা শিখর ধাওয়ানের স্ট্রাইক রেট ১৪৬.৫৪, জস বাটলার ২০৪ রান করেছেন ১৭০ স্ট্রাইক রেটে।চলতি আসরে অন্তত ৬০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে ওয়ার্নারের স্ট্রাইক রেটই সর্বনিম্ন।ওয়ার্নারের সমালোচনা হচ্ছে স্ট্রাইক রেটের কারণে, এটিও এক বিস্ময়। ওয়াটসন অবশ্য জানালেন, ব্যাটিংয়ের টুকটাক টেকনিক্যাল দিক নিয়ে কাজ করে তা আত্মস্থ করার চেষ্টা করছেন ওয়ার্নার। দিল্লির সহকারী কোচ বললেন, দ্রুতই অধিনায়ককে সেরা চেহারায় দেখতে না পেলে বিস্মিত হবেন তিনি।

“সেদিন রানে ডেভের (ওয়ার্নার) ব্যাটিংয়ের ধরনে নিশ্চিতভাবেই আগের চেয়ে বেশি ভয়ডরহীন মানসিকতা ছিল। সে দাপট দেখিয়েছে… হ্যাঁ, কয়েকটি বল সে মিস করেছে, যেগুলোয় আগে সে অনায়াসে চার-ছক্কা মারত, ককেটি বলে টাইমিং ঠিকমতো হয়নি। তবে ডেভ কিছু টেকনিক্যাল দিক নিয়ে কাজ করছে, এসব সেটিরই অংশ।” “কোচ হিসেবে আমার কাজেরও অংশ এটি। কারণ ডেভকে আমি খুব ভালোভাবে চিনি তার সঙ্গে ব্যাটিং করে ও তার সঙ্গে খেলে। আমি জানি, দু-একটি ব্যাপার সে আগামী কয়েক দিনের মধ্যে ঠিকঠাক করে নেবে এবং আমি বিস্মিত হব, যদি সে (জ্বলে না ওঠে)… হ্যাঁ, সে রান করছে, তবে স্কোরিং রেটের দিক থেকে সে যদি এবারের আইপিএলে ঝড় না তোলে… (তাহলে অবাক হব)… সে খুব কাছাকাছিই আছে।”ওয়াটসনের মতে, ওয়ার্নারের স্ট্রাইক রেট কম থাকার একটি বড় কারণ প্রতি ম্যাচেই অপরপ্রান্তে টানা উইকেট হারানো।“তার স্ট্রাইক রেট আইপিএলে প্রায় ১৪০। এই টুর্নামেন্টে লম্বা সময় ধরে সে গ্রেট ক্রিকেটার। তবে বেড়ে ওঠার সময় শিক্ষা পাওয়া অনেক কিছুর সঙ্গে লড়াই করতে হয়। যেমন একটি উইকেট হারালেন, একটি জুটি গড়তে হয়। টি-টোয়েন্টি ক্রিকেটেও অন্তত ৫-৬ বল সময় নিতে হয়। ওই ৫-৬ বল পরে যদি আরেকটি উইকেট পড়ে যায়, দেখা যায় বুঝে ওঠার আগেই তিন ওভার চলে গেছে। প্রথম কয়েক ম্যাচে ডেভকে এসবের মধ্য দিয়েই যেতে হয়েছে।”তবে সবকিছু সামলে আবার ওয়ার্নারকে চেনা চেহারায় দেখা যাবে বলে বিশ্বাস ওয়াটসনের। “সে খুব ভালো ব্যাটিং করছ। স্রেফ কিছু মিসহিট করছে, যেগুলোয় সাধারণত সে চার-ছক্কা মেরে দেয়। যখন এটা হয়ে যাবে, বল মাঝব্যাটে লাগতে শুরু করবে, স্কোরিং রেটও তখন বাড়তে থাকবে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য