Wednesday, March 19, 2025
বাড়িখেলাসেই রেকর্ডের কথা ধোনি নিজেই জানতেন না

সেই রেকর্ডের কথা ধোনি নিজেই জানতেন না

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ এপ্রিল: এই কীর্তিতে তাঁর ধারেকাছেই কেউ নেই। আইপিএল ইতিহাসে নির্দিষ্ট কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০ ম্যাচে অধিনায়কত্ব করা প্রথম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই তালিকায় ধোনির পর যার অবস্থান, সেই রোহিত শর্মা অধিনায়কত্ব করেছেন ধোনির চেয়ে ৫৪ ম্যাচ কম। মুম্বাই ইন্ডিয়ানসকে রোহিত নেতৃত্ব দিয়েছেন ১৪৬ ম্যাচে। ধোনির এই রেকর্ড নিয়ে ‘থালা’ ভক্তদের উৎসবের কমতি ছিল না। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের আগে ধোনির হাতে বিশেষ স্মারকও তুলে দিয়েছে চেন্নাই সুপার কিংসের মালিক শ্রীনিবাসন।যাকে ঘিরে এত আয়োজন, সেই ধোনিই নাকি জানতেন না এই রেকর্ডের কথা। রাজস্থানের বিপক্ষে ম্যাচ শেষে সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়ক বলেই দিয়েছেন ব্যক্তিগত মাইলফলক তাঁর জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়।গতকাল রাজস্থানের বিপক্ষে ৩ রানে হেরেছে চেন্নাই। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনিকে ২০০তম ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘আমি সত্যিই জানতাম না, চেন্নাইয়ের হয়ে এটা আমার ২০০তম ম্যাচ। মাইলফলক নিয়ে খুব একটা ভাবি না। আপনি কীভাবে পারফর্ম করছেন, ফলাফল কী, এসব নিয়ে ভাবনা।’ধোনি এই ম্যাচকে বিশেষ গুরুত্ব দিক বা না দিক, ভক্তদের জন্য অন্তত ম্যাচটাকে রাঙানোর সুযোগ ছিল ধোনির সামনে। তবে শেষ বলে ৫ রানের সমীকরণ মেলাতে পারেননি চেন্নাই অধিনায়ক। ম্যাচ জেতাতে না পারলেও ৪১ বছর বয়সেও সেই পুরোনো ধোনিকেই দেখেছেন সবাই।রাজস্থানের বিপক্ষে ১৭ বলে ৩২ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন ধোনি। আইপিএলের ইতিহাসের শেষ ওভারে সবচেয়ে বেশি রান করা ধোনি গতকালও মেরেছিলেন ২ ছক্কা। তবে শেষ বলে সন্দীপ শর্মার করা দুর্দান্ত ইয়র্কারে আর ম্যাচটা জেতানো হয়নি এই কিংবদন্তির।চলতি আসরে ৪ ম্যাচে দুই জয় আর দুই হার নিয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে আছে ধোনির চেন্নাই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য