Saturday, March 15, 2025
বাড়িখেলা৫ ছক্কার পর শাহরুখ খানের ‘পাঠান’ এখন রিংকু সিং

৫ ছক্কার পর শাহরুখ খানের ‘পাঠান’ এখন রিংকু সিং

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১০ এপ্রিল: এমন একটা উপহার পাবেন, রিংকু সিং ভাবতে পেরেছিলেন?অবশ্য রিংকু যা করেছেন, সেটাইবা কে ভাবতে পেরেছিলেন? রোববার আইপিএলে গুজরাট টাইটানসের বিপক্ষে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন কলকাতার এই বাঁহাতি ব্যাটসম্যান। জয়ের জন্য শেষ ৫ বলে ২৮ রান দরকার ছিল কলকাতার। বাঁহাতি পেসার যশ দয়ালের ৫ বলে ৫ ছক্কা মেরে টি-টোয়েন্টি ইতিহাসেরই অবিস্মরণীয় এক গল্প লিখেছেন রিংকু। ছয় বলে ছয় ছক্কা ক্রিকেট কয়েকবারই দেখেছে। কিন্তু রান তাড়ায় শেষ ৫ বলে ৫ ছক্কা স্বীকৃত ক্রিকেটে এই প্রথম।এমন অবিশ্বাস্য একটা ইনিংসের পর চারদিকে চলছে রিংকুর বন্দনা। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান রিংকুকে দিয়েছেন চমৎকার এক উপহার। নিজের জায়গায় ‘পাঠান’ বানিয়ে দিয়েছেন রিংকুকেই। জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে শাহরুখ, দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা পাঠান।

চার বছর পর বড় পর্দায় আসা শাহরুখের সিনেমা এমনই হিট যে দর্শকের মুখে মুখে পাঠানের নাম। শাহরুখও সুযোগ পেলেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর সেই প্রচারণায় যেন মোক্ষম এক উপলক্ষই পেলেন রোববার। কেকেআরের আগের ম্যাচ দেখতে কলকাতায় উপস্থিত থাকলেও গুজরাটের বিপক্ষে ম্যাচটিতে তিনি মাঠে ছিলেন না। রিংকুর অভাবনীয় ৫ ছক্কার পর তাৎক্ষণিকভাবে অভিনন্দনও জানাতে পারেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাসের প্রকাশ ঠিকই ঘটিয়েছেন বলিউডের বাদশা।টুইটার অ্যাকাউন্টে পাঠানের পোস্টারে ছবি সম্পাদনা করে নিজের মুখের জায়গায় বসিয়ে দিয়েছেন রিংকু সিংয়ের মুখ। ক্যাপশনে রিংকুকে ‘বেবি’ উল্লেখ করে ছবির টাইটেল সংয়ের পাঠানও বদলে দিয়েছেন, ‘ঝুমে জো পাঠান’র জায়গায় লিখেছেন, ‘ঝুমে জো রিংকু’। গুজরাটের বিপক্ষে কলকাতার ৩ উইকেটে জয়ের পার্শ্বনায়ক ভেঙ্কটেশ আইয়ার আর নীতীশ রানাকেও অভিনন্দন জানিয়েছেন শাহরুখ। দলের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইসোরকে ট্যাগ করে লিখেছেন, ‘আপনার হার্টের খেয়াল রাখুন, স্যার।’সিনেমার আসল পাঠানের কাছ থেকে ‘পাঠান’ স্বীকৃতি পেয়ে খুবই খুশি রিংকু। এই সুযোগে কৃতজ্ঞতাও জানিয়েছেন। শাহরুখের টুইট রিটুইট করে রিংকু লিখেছেন, ‘শাহরুখ স্যার, আপনার জন্য ভালোবাসা। প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য