Monday, March 17, 2025
বাড়িখেলাইউভেন্তুসের বিপক্ষে ঘরের মাঠেও হারল ইন্টার

ইউভেন্তুসের বিপক্ষে ঘরের মাঠেও হারল ইন্টার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ মার্চ: রোববার রাতের ম্যাচে ১-০ গোলে জিতে ইউভেন্তুস। ম্যাচের ২৩তম মিনিটে আদ্রিওঁ রাবিওর পাস ধরে কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন সার্ব মিডফিল্ডার ফিলিপ কসতিচ।ম্যাচের শেষ দিকে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়ায় বেশ। একটি থ্রো ইন নিয়ে ঝামেলায় জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন ইউভেন্তুসের লেয়ান্দ্রো পারেদেস ও ইন্টারের দানিলো দি’আমব্রোসিও।সেরি আয় তুরিনের দলটির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে দুইবারের দেখাতেই হারল ইন্টার। গত নভেম্বরে আসরে প্রথম দেখায় তাদেরকে ২-০ গোলে হারিয়েছিল সেরি আর রেকর্ড চ্যাম্পিয়নরা।এবারের সেরি আয় শিরোপা লড়াই আগে থেকেই একপেশে হয়ে পড়েছে। ইন্টারের এই হারের নাপোলির সম্ভাবনা বাড়ল আরেকটু।২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। ১৯ পয়েন্ট পিছিয়ে দুইয়ে লাৎসিও।সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইন্টার মিলান। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে গতবারের চ্যাম্পিয়ন এসি মিলান।৪১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে ইউভেন্তুস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য