Wednesday, April 17, 2024
বাড়িখেলাজিততে না পারলেও মাথা উঁচু রাখতে বললেন ম্যান সিটি কোচ

জিততে না পারলেও মাথা উঁচু রাখতে বললেন ম্যান সিটি কোচ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৩ ফেব্রুয়ারি: ফুটবলারদের মাথা নত হওয়ার কারণ ছিল বটে। ফেভারিট হয়েই তারা খেলতে গিয়েছিল লাইপজিগের মাঠে। কিন্তু জয় ধরা দেয়নি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় দুই দলের প্রথম লেগের ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।প্রথমার্ধে যদিও ফেভারিটের মতোই খেলেছে সিটি। তাদের দাপুটে ফুটবলের সামনে লাইপজিগকে মনে হচ্ছিল অসহায়। তবে রক্ষণাত্মক কৌশলে খেলা লাইপজিগের কৃতিত্ব, একটির বেশি গোল হজম করেনি তারা এই অর্ধে। ২৭তম মিনিটে গোলটি করেন রিয়াদ মাহরেজ।পরের অর্ধে দেখা যায় পুরো ভিন্ন চিত্র। কৌশল বদলে বেশ আগ্রাসী ফুটবল খেলতে থাকে লাইপজিগ। সিটির রক্ষণের ফাঁকগুলোও তাতে প্রকাশ্য হতে থাকে। কয়েক দফায় গোলের খুব কাছাকাছি গিয়েও পারছিল না লাইপজিগ। ৭০তম মিনিটে তারা সফল হয়। দারুণ হেডে গোল করেন ইয়োশকো ভার্দিওল।পরে আবার একটু জেগে ওঠে সিটি। কিন্তু গোলের দেখা আর পায়নি তারা। এই মৌসুমে যোগ দিয়ে দলের গোলমেশিন হয়ে ওঠা আর্লিং হলান্ড গোটা ম্যাচে ছিলেন একদমই মিইয়ে।

সব মিলিয়ে ম্যাচের ৭৪ শতাংশ সময় বল ছিল সিটির দখলে। আক্রমণও করেছে প্রতিপক্ষের প্রায় দ্বিগুণ। কিন্তু ম্যাচ জিততে পারেনি তারকায় ঠাসা দলটি। কোচের তবু দাবি, এই ফলাফলে তিনি অখুশি নন।“সব মিলিয়ে বললে, আমি সত্যিই সন্তুষ্ট। আগে থেকেই আমার মনে হচ্ছিল, এই লড়াইয়ের ফয়সালা হবে দ্বিতীয় লেগে। লাইপজিগের প্রতি সম্মানে কমতি নেই আমার।”“আশা করি, তিন সপ্তাহ পর খুব ভালো অবস্থায় থেকে আমরা ম্যাচে নামতে পারব। অবশ্যই এর চেয়ে ভালো করতে পারি আমরা। কিছু জায়গায় আমাদের আরও মানিয়ে নিতে হবে ও শানিত করতে হবে এবং পরের ধাপে যাওয়ার পথ বের করতে হবে।”লাইপজিগের কোচ মার্কো হোসে বললেন, হতাশার প্রথমার্ধের পর কৌশল পরিবর্তন করেই তারা খেলা বদলে দিতে পেরেছেন।“দুই অর্ধ ছিল পুরোপুরি ভিন্ন। প্রথমার্ধে আমরা একটু বেশিই রক্ষণাত্মক ছিলাম এবং তাদের পিছু ছুটেই সময় পেরিয়ে গেছে। দ্বিতীয়ার্ধ ছিল আলাদা, যেভাবে আমরা ভেবেছিলাম, সেই হয়েছে এবং আমরা তাদের চাপে রেখেছি।”ম্যানচেস্টার সিটির মাঠে দ্বিতীয় লেগ হবে আগামী ১৪ মার্চ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য