স্যন্দন ডিজিটেল ডেস্ক,২২ ফেব্রুয়ারি: গত রোববার লিগ ওয়ানে লিলের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৪-৩ গোলের জয়ের পথে ওই চোট পান নেইমার। শুরুতে কিলিয়ান এমবাপের গোলে সহায়তা করেন তিনি, পরে নিজেই করেন গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিলের বাঁজামা আঁদ্রের সঙ্গে সংঘর্ষে ডান অ্যাঙ্কেলে আঘাত পেয়ে অশ্রুসিক্ত চোখে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। এরপর কয়েক দফা পরীক্ষা করিয়ে মঙ্গলবার শেষ প্রহরে পিএসজি বিবৃতিতে জানায় নেইমারের চোটের অবস্থা।“আজকে বাড়তি আরও কিছু পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, নেইমার জুনিয়রের অ্যাঙ্কেল মচকে গেছে, সঙ্গে কিছু লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে আরও কিছু পরীক্ষা করানো হবে তার।” কতদিন বাইরে থাকতে হবে নেইমারকে, সেটির কোনো ধারণা দেয়নি পিএসজি। পরের পরীক্ষাগুলো করানোর পর হয়তো তা বোঝা যেতে পারে। চোট-আঘাতের কারণে মাঠের বাইরে থাকা নেইমারের জন্য নতুন কিছু নয়। ছোটখাটো চোট তো বটেই, লম্বা সময়ের জন্য ছিটকে পড়তে হয়েছে তাকে অনেকবারই। তবে এবার চোট পাওয়ার পর পিএসজি কোচ স্ক্রিস্তফ গালতিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই চোট কোনো দুর্ভাগ্য নয়, বরং ঠাসা সূচির ফলাফল।