Wednesday, April 17, 2024
বাড়িখেলা৮ পয়েন্ট এগিয়ে বার্সা কোচ বললেন, ‘পথের অনেক বাকি’

৮ পয়েন্ট এগিয়ে বার্সা কোচ বললেন, ‘পথের অনেক বাকি’

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৬ফেব্রুয়ারি: লা লিগায় রোববার মায়োর্কার কাছে রিয়াল হেরে যায় ১-০ গোলে। পরে সেভিয়াকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ব্যবধান এখন ৮ পয়েন্টের। ২০ ম্যাচে ৫৩ পয়েন্ট বার্সেলোনার, ৪৫ রিয়ালের। তিনে থাকা রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট সমান ম্যাচে স্রেফ ৩৯।শিরোপা পুনরুদ্ধারের পথে তাই বলা যায় অনেকটাই এগিয়ে বার্সেলোনা। সাম্প্রতিক সময়ে দারুণ খেলতে থাকার তৃপ্তিও আছে শাভির। তবে শিরোপা সম্ভাবনায় এখনই রোমাঞ্চে বুঁদ হতে চান না কোচ।“এখনই কোনো কিছু নিশ্চিত নয়। মোটেও নয়। আমরা অবশ্যই সুবিধাজনক অবস্থানে আছে। শীর্ষে থাকতে পারা এবং এতটা এগিয়ে থাকা অবশ্যই দারুণ। তবে এখনও অনেক পথ বাকি আছে।”“টানা বেশ কিছু ম্যাচ আমরা অপরাজেয় এবং আজকে রাতে ভালো খেলেছি। আমি খুশি ও সন্তুষ্ট। এখন আমরা ৮ পয়েন্টে এগিয়ে। আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। তবে আবারও বলছি, এখনও অনেক অনেক কিছু বাকি আছে।”সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা সাতটি ম্যাচ জিতল বার্সেলোনা, ২০১৯-২০ মৌসুমের পর তাদের সবচেয়ে দীর্ঘ জয়ের ধারা এটিই।সেভিয়াকে এ দিন বলা যায় পাত্তাই দেয়নি বার্সেলোনা। প্রথমার্ধে যদিও আক্রমণের পর আক্রমণ করেও গোল হচ্ছিল না। দ্বিতীয়ার্ধে সব পুষিয়ে দেয় তারা তিন গোল করে। মৌসুমের প্রথম গোলে জর্দি আলবা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান গাভি। লা লিগায় চলতি মৌসুমে যেটি তার প্রথম গোল। পরে গোল করেন রাফিনিয়া।দলের খেলার ধরন আর জয়, দুটি মিলিয়েই উচ্ছ্বসিত বার্সেলোনা কোচ।“আমরা সেভিয়াকে গুছিয়ে উঠতে দেইনি। সবসময় গোলের পেছনে ছুটেছি। দলীয় প্রচেষ্টা আজকে সুস্পষ্ট ছিল, যেভাবে তারা খেলেছে, চাপ তৈরি করেছে, যে তাড়না দলের মধ্যে দেখা গেছে… অনেক সুযোগ তৈরি করেছি আমরা। দল যেভাবে খেলেছে, সব মিলিয়ে আমি সন্তুষ্ট। আমাদের কাছাকাছি থাকা দল হোঁচট খেয়েছে, সেদিব থেকেও এটি বড় জয় আমাদের জন্য।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য