Sunday, May 28, 2023
বাড়িখেলাজয়ের পর বার্সা কোচ বললেন, ‘মৌসুমের সেরা ম্যাচগুলির একটি’

জয়ের পর বার্সা কোচ বললেন, ‘মৌসুমের সেরা ম্যাচগুলির একটি’

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২ফেব্রুয়ারি:বেতিসের মাঠে এই ম্যাচে গোলের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয় বার্সেলোনা কোচকে। প্রথমার্ধে একবার জালে বল পাঠাতে পারলেও তারা গোল পাননি অফ সাইডের কারণে। গোটা এই অর্ধে কোনো শট তারা লক্ষ্যে রাখতে পারেনি।পরের অর্ধে অবশ্য দেখা মেলে বদলে যাওয়া বার্সেলোনার। তাতে সাফল্যও ধরা দেয়। ৬৫তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন রাফিনিয়া। ৮০তম মিনিটে রর্বেত লেভানদোভস্কির গোলে মেলে স্বস্তি। একটু পরে অবশ্য আত্মঘাতী গোলে ব্যবধান কমে যায়। তবে পরের সময়টুকুতে বার্সেলোনাকে চাপে ফেলার মতো তেমন কিছু করতে পারেনি বেতিস।ম্যাচের পর মুভিস্টার প্লাসকে শাভি বললেন, পারফরম্যান্সের উন্নতি দেখে তিনি সন্তুষ্ট।“দুর্দান্ত এক ম্যাচ খেলেছি আমরা। বেটিসের কাছ থেকে বল কেড়ে নিতে পেরেছি আমরা, এই ম্যাচে যা ছিল ভীষষ গুরুত্বপূর্ণ। ম্যাচের ফল নিয়ে যেমন আমি খুশি, তেমনি খুশি নিজেদের খেলার ধরনেরও। আমরা উন্নতি করেছি।”“মাঠে আমরা নিয়ন্ত্রণ করেছি। রক্ষণে আমরা আঁটসাঁট ছিলাম। দল হিসেবে ভালোভাবে জমাট হতে পেরেছি। এটিরই ফল মিলছে। মৌসুমের সেরা ম্যাচগুলির একটি খেলেছি আমরা। আমি খুবই সন্তুষ্ট।”এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান সংহত হয়েছে বার্সেলোনার। লা লিগার শিরোপা পুনরুদ্ধার করার অভিযানে ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৫০। এক ম্যাচ কম খেলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪২।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য