স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৪জানুয়ারি: কয়েকটি ব্রিটিশ সংবাদ মাধ্যমে তার চাকরিচ্যুত হওয়ার খবর আসে সোমবার। পরে ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে ল্যাম্পার্ডের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায় এভারটন।চলতি মৌসুমে শুরু থেকেই ছন্দে নেই এভারটন। জয়ের স্বাদ পেতেই যেন ভুলে গেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে জয়ের মুখ দেখেনি প্রিমিয়ার লিগের দলটি।নিজেদের সবশেষ ম্যাচে লিগে গত শনিবার ওয়েস্ট হ্যামের কাছে ২-০ গোলে হারে এভারটন। ইংল্যান্ডের শীর্ষ লিগে গত অক্টোবর থেকে জয়ের স্বাদ পায়নি তারা। সবশেষ ৮ ম্যাচের মধ্যে ৬টি হেরেছে, ড্র দুটি।২০ ম্যাচে ৩ জয় ও ৬ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৯ নম্বরে আছে এভারটন।গত বছরের জানুয়ারিতে এভারটনের দায়িত্ব পান চেলসির সাবেক কোচ ল্যাম্পার্ড। তার হাত ধরে অবনমন এড়ায় দলটি।তবে এই মৌসুমে দলের টানা বাজে পারফরম্যান্সের কারণে শেষ পর্যন্ত চাকরি হারাতে হলো ৪৪ বছর বয়সী ল্যাম্পার্ডকে।এভারটনকে এখন পাঁচ বছরের মধ্যে তাদের ষষ্ঠ কোচের সন্ধান করতে হবে।