Thursday, March 28, 2024
বাড়িখেলাপ্রস্তুতিতে প্রাণবন্ত মেসি

প্রস্তুতিতে প্রাণবন্ত মেসি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ ডিসেম্বর: গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া এবার মুখিয়ে সেরা সাফল্য পেতে। আর্জেন্টিনা উন্মুখ বিশ্বকাপের আঙিনায় ১৯৮৬ সালের পর থেকে চলা ৩৬ বছরের হাহাকার ঘোঁচাতে।বিশ্বকাপ তো মেসির জন্য আজও আজন্ম এক আক্ষেপের নাম। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে হাত ছোঁয়া দূরত্বে এসেও সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি এই মহাতারকার। মারাকানার ফাইনালে জার্মানির কাছে হেরে চুরমার হয়েছিল স্বপ্ন। মরুভূমির বিশ্বকাপে তিনি আর স্বপ্ন ভঙ্গের বেদনায় নীল হতে চান না কোনোভাবে। তাই প্রস্তুতিও নিলেন আঁটঘাট বেঁধে।সন্ধ্যায় মেসিদের অনুশীলন; ক্যাম্পের বাইরের চত্বরে সবসময় থাকে গণমাধ্যমকর্মীদের ভিড়। এদিন ভিড় যেন আরও বেশি। ঝরে পড়া তারাদের মিছিলে ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমার, রিশার্লিসনরা যোগ দিয়েছেন আগেই। এখন পর্যন্ত টিকে থাকাদের মধ্যে মেসি ও লুকা মদ্রিচ মুখোমুখি প্রথম সেমি-ফাইনালে।ক্রোয়াট মিডফিল্ডার ঘাম ঝরিয়েছেন আল ইসারলের তিন নম্বর মাঠে, মেসি কাতার বিশ্ববিদ্যালয়ে। বিশ্বকাপের আঙিনায় সম্ভাব্য বিদায়ের রাগিনী বাজছে দুজনকে ঘিরে। তবে মদ্রিচকে নিয়ে আলোচনা অতটা স্রোতস্বীনি নয়, যতটা মেসিকে নিয়ে। গণমাধ্যমকর্মীরা তাই কাতার বিশ্ববিদ্যালয়ে মুখী।নির্ধারিত সময়ে অনুশীলন শুরু আর্জেন্টিনার। হাতে সময় কম বলে আগে থেকে লিওনেল স্কালোনির সহযোগীরা কোণ, ডামি-ম্যান, পোস্ট সব প্রস্তুত করে রেখেছিলেন। নেমেই দলবল নিয়ে গা গরম করতে নেমে পড়লেন কোচ। কার্ডের খাড়ায় ডিফেন্ডার মার্কোস আকুনিয়া ও গনসালো মনতিয়েলকে ক্রোয়াট ম্যাচে পাবেন না স্কালোনি। রক্ষণের আকুনিয়ার শূন্যতা তিনি ঢাকতে পারেন নিকোলাস তাগলিয়াফিকোকে দিয়ে। গোঁড়ালিতে হালকা চোট পাওয়া মিডফিল্ডার আলেহান্দ্রো গোমেস কাজ করেছেন একাকী।

মেসি বরাবরের মতো প্রস্তুতি নিলেন কখনও একাকী, কখনও দলীয়ভাবে। জাগলিং, পাসিং, শুটিং অনুশীলন সারলেন আগের মতো নিবিড়ভাবে। প্রায় সমবয়সী আনহেল দি মারিয়ার সঙ্গে হাসাহাসি করলেন কিছু একটা নিয়ে কথা বলতে গিয়ে। গণমাধ্যমকর্মীদের জন্য উন্মুক্ত ১৫ মিনিটের সেশনে দু-একবার কোচের সঙ্গে সিরিয়াস ভঙ্গিতে আলাপে মগ্ন থাকতেও দেখা গেল অধিনায়ককে।ছোট-ছোট পোস্টের সামনে শুটিং অনুশীলনে যেন আরও মনোযোগী মেসি। কারণও জানা। চার বছর আগের প্রতিশোধ নিতে, কাতার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে উঠতে গোল দরকার আর্জেন্টিনার। রাশিয়ার আসরে গ্রুপ পর্বের দেখায় ক্রোয়েশিয়ার বিপক্ষে বিবর্ণ ছিলেন তিনি, গোল পাননি। ওই ম্যাচে আলবিসেলেস্তেরা বিধ্বস্ত হয়েছিল ৩-০ ব্যবধানে।এবার মেসি প্রস্তুতির মতো গোলের ফুল ফুটিয়ে চলেছেন মাঠের লড়াইয়েও। গত পাঁচ ম্যাচে জালের দেখা পেয়েছেন চারবার। গোল্ডেন বুটের দৌড়ে ভালোভাবে আছেন তিনি। দুইবার সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন।বিশ্বকাপের চারটি ভিন্ন ভিন্ন আসরে গোল করার কীর্তি গড়েছেন। নকআউট পর্বে গোল না পাওয়ার ব্যর্থতার বৃত্ত থেকেও বেরিয়ে এসেছেন এবার। শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে, কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে লক্ষ্যভেদের আনন্দে ডানা মেলেছেন।আর মাত্র দুটি সিঁড়ি বাকি মেসির সামনে। প্রথমটি ক্রোয়েশিয়ার বিপক্ষের সেমি-ফাইনাল। মেসিও নিজেকে শাণিয়ে নিতে থাকেন গভীর মগ্নতায়। ওই অল্পক্ষণের দেখায়, তার প্রস্তুতির পরতে পরতে তাই প্রত্যয়ের ছাপই স্পষ্ট থেকে আরও স্পষ্ট হয়ে ফুটে ওঠে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য