স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,৩ ডিসেম্বর: চোট কাটিয়ে সেরে ওঠার পথে ইতিবাচকভাবে এগোচ্ছেন ব্রাজিল ডিফেন্ডার দানিলো। তবে শেষ ষোলোয় তারকা ফরোয়ার্ড নেইমারের খেলা নিয়ে এখনও শঙ্কা রয়েছে। খুব একটা সময় না থাকলেও ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এখনই আশা ছাড়ছেন না। প্রথম পছন্দের প্রায় সবাইকে ছাড়া খেলতে নেমে হার দিয়ে গ্রুপ গ্রুপ পর্ব শেষ করেছে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে শনিবার ১-০ গোলে হারের পরও অবশ্য’ জি’ গ্রুপের সেরা তিতের দলই। আগামী সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে নেইমার ও দানিলো দুইজনই গোড়ালিতে চোট পান। সুইজারল্যান্ড ও ক্যামেরুন গত দুই ম্যাচে খেলতে পারেননি তারা। সুইসদের বিপক্ষে নিতম্বে চোট পান আলেক্স সান্দ্রো। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি এই ডিফেন্ডারও। এই তালিকায় যোগ হতে পারেন আরেক ডিফেন্ডার আলেক্স তেলেস ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ক্যামেরুন ম্যাচের পর তারাও ব্যথা অনুভব করার কথা জানান।
শেষ ষোলোর ম্যাচে এই খেলোয়াড়দের পাওয়া নিয়ে ক্যামেরুনের বিপক্ষে লড়াই শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন লাসমার। তখন তিনি শোনান সম্ভাবনার কথা। “নেইমার ও আলেক্স সান্দ্রো, আমাদের হাতে সময় আছে এবং (তাদের খেলার) সম্ভাবনাও আছে। তাদের চোটের অবস্থা কী হয় দেখা যাক। তারা এখনও বল নিয়ে অনুশীলন শুরু করেনি এবং এটা আগামীকাল করতে পারে। তারা এই নতুন ধরনে কেমন প্রতিক্রিয়া জানায় তা দেখা গুরুত্বপূর্ণ। তাই এর উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত করব।” দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে দানিলোকে পাওয়া যাবে বলে বিশ্বাস লাসমারের। “দানিলোর খুবই ইতিবাচকভাবে উন্নতি হচ্ছে। আজ সে বল নিয়ে অনেক কাজ করেছে এবং কার্যকর ও খুব ইতিবাচকভাবে মানিয়ে নিয়েছে। প্রত্যাশা হলো আগামীকাল সে সব খেলোয়াড়ের সঙ্গে স্বাভাবিকভাবে অনুশীলন করতে পারবে।” “দেখা যাক কি হয় এবং সবকিছু ঠিকঠাক থাকলে, আমরা খুব বেশি আশা করছি তাকে পরের ম্যাচে জন্য পাওয়া যাবে।” তেলেস ও জেসুস দুইজনই হাঁটুর সমস্যা ভুগছেন বলে জানালেন লাসমার। শনিবার তাদের পরীক্ষা করানোর কথা।