Friday, April 19, 2024
বাড়িখেলাবিশ্বকাপে প্রথমবার মুখোমুখি জার্মানি-জাপান

বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি জার্মানি-জাপান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ নভেম্বর: একেবারেই অচেনা দুই দলের যেন দেখা হচ্ছে কাতার বিশ্বকাপে। প্রতিযোগিতামূলক ফুটবলে এর আগে কখনও মুখোমুখি হয়নি জার্মানি ও জাপান। সবশেষ প্রীতি ম্যাচও খেলেছে দেড় দশকের বেশি সময় আগে!  খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী বুধবার ‘ই’ গ্রুপের ম্যাচে খেলবে জার্মানি ও জাপান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে খেলা। দুই দলের আরও কিছু পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক। 

* এনিয়ে ২০তম বিশ্বকাপে খেলতে যাচ্ছে জার্মানি। দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপা জেতা দল তারা। ১৯৫৪ আসরের ফেভারিট হাঙ্গেরিকে চমকে দিয়ে প্রথমবার বিশ্বকাপ ঘরে তোলে পশ্চিম জার্মানি। ১৯৭৪ ও ১৯৯০ সালে শিরোপা জেতে দলটি। দুই জার্মানি মিলে যাওয়ার পর ২০১৪ সালে ব্রাজিলে সবশেষ শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরে তারা।  

* ১৯৯৮ আসর দিয়ে বিশ্বকাপে খেলে জাপান। পরের ছয়টি আসরেই বাছাই পর্বে পেরিয়ে বিশ্ব মঞ্চে খেলছে তারা। যেখানে শেষ ষোলোতে গেছে তিনবার। 

* শিরোপাধারী হিসেবে গত বিশ্বকাপে খেলতে নেমে গ্রুপ পর্বেই শেষ হয়ে যায় জার্মানির পথচলা। মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে গ্রুপে তলানিতে ছিল তারা। 

* ৪ বছর আগে রাশিয়া আসরে শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল জাপান। ২-০ গোলে এগিয়ে থাকার পরও তাদের পেতে হয় ওই হারের তেতো স্বাদ। 

* এখন পর্যন্ত দুটি প্রীতি ম্যাচে দেখা হয়েছে জার্মানি-জাপানের। ২০০৪ সালে ইকোহামায় ৩-০ গোলে জিতেছিল জার্মানি। ২০০৬ সালে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে লেভারকুজেনে ২-২ গোলে ড্র হয়ে তাদের লড়াই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য