Tuesday, January 14, 2025
বাড়িখেলাবিশ্বকাপে প্রথমবার মুখোমুখি জার্মানি-জাপান

বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি জার্মানি-জাপান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ নভেম্বর: একেবারেই অচেনা দুই দলের যেন দেখা হচ্ছে কাতার বিশ্বকাপে। প্রতিযোগিতামূলক ফুটবলে এর আগে কখনও মুখোমুখি হয়নি জার্মানি ও জাপান। সবশেষ প্রীতি ম্যাচও খেলেছে দেড় দশকের বেশি সময় আগে!  খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী বুধবার ‘ই’ গ্রুপের ম্যাচে খেলবে জার্মানি ও জাপান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে খেলা। দুই দলের আরও কিছু পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক। 

* এনিয়ে ২০তম বিশ্বকাপে খেলতে যাচ্ছে জার্মানি। দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপা জেতা দল তারা। ১৯৫৪ আসরের ফেভারিট হাঙ্গেরিকে চমকে দিয়ে প্রথমবার বিশ্বকাপ ঘরে তোলে পশ্চিম জার্মানি। ১৯৭৪ ও ১৯৯০ সালে শিরোপা জেতে দলটি। দুই জার্মানি মিলে যাওয়ার পর ২০১৪ সালে ব্রাজিলে সবশেষ শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরে তারা।  

* ১৯৯৮ আসর দিয়ে বিশ্বকাপে খেলে জাপান। পরের ছয়টি আসরেই বাছাই পর্বে পেরিয়ে বিশ্ব মঞ্চে খেলছে তারা। যেখানে শেষ ষোলোতে গেছে তিনবার। 

* শিরোপাধারী হিসেবে গত বিশ্বকাপে খেলতে নেমে গ্রুপ পর্বেই শেষ হয়ে যায় জার্মানির পথচলা। মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে গ্রুপে তলানিতে ছিল তারা। 

* ৪ বছর আগে রাশিয়া আসরে শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল জাপান। ২-০ গোলে এগিয়ে থাকার পরও তাদের পেতে হয় ওই হারের তেতো স্বাদ। 

* এখন পর্যন্ত দুটি প্রীতি ম্যাচে দেখা হয়েছে জার্মানি-জাপানের। ২০০৪ সালে ইকোহামায় ৩-০ গোলে জিতেছিল জার্মানি। ২০০৬ সালে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে লেভারকুজেনে ২-২ গোলে ড্র হয়ে তাদের লড়াই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য